এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে সিলেট টেস্ট। দুই দলই এখন একই অবস্থানে রয়েছে। বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন সকালেও তারা লম্বা সময় ব্যাটিং করার পরিকল্পনা আছে কিউইদের।
যদিও কিউইরা কত রান করতে চায় বা কত রানের লক্ষ্য হতে পারে চতুর্থ ইনিংসে এসব নিয়ে ভাবছে না। দলটির প্রধান কোচ লুক রঙ্কি জানিয়েছেন এসব নিয়ে চিন্তা-ভাবনার জন্য এখনও লম্বা সময় বাকি আছে। তৃতীয় দিন সকালে দলের ব্যাটিং দেখেই বোলিং নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাবে তারা।

এ প্রসঙ্গে রঙ্কি বলেন, 'হ্যা আমরা সবকিছু নিয়েই চিন্তা করেছি। কারণ আমাদের কিছুটা ব্যাটিং এখনও বাকি আছে। কালকে কিছুক্ষণ ব্যাটিং করতে হবে। এটা নির্ভর করে কালকে আমরা কতক্ষণ ব্যাটিং করতে পারব এবং আমরা কেমন বল করি। আমরা কত রান করতে চাই বা আমরা কত রান তাড়া করতে চাই এটা অনেক দূরের ব্যাপার।'
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
১১ ঘন্টা আগে
কেন উইলিয়ামসন সেঞ্চুরি তুলে নিয়ে নিউজিল্যান্ডকে লিডের পথেই রেখেছিলেন। তবে বাংলাদেশের স্পিনারদের তোপে শেষ বিকেলে অল আউটের শঙ্কা জেগেছিল তাদের। গ্লেন ফিলিপ্স ও ইশ সোধিকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গেছে। তবে কাইল জেমিসন ও টিম সাউদি এখনও দলের লিডের আশা বাঁচিয়ে রেখেছেন।
রঙ্কিও মনে করেন জেমিসন ও সাউদির ব্যাটিংয়ের ওপরই তাদের অনেক কিছু নির্ভর করছে। এরপর এইজাজ প্যাটেলও ব্যাটিং করবেন। ফলে এখনই লিডের আশা ছাড়ছে না তারা। প্রথম ইনিংস শেষে রান দেখেই বোলিং নিয়ে পরিকল্পনা সাজাতে চান কিউই কোচ।
রঙ্কির ভাষ্য, 'আমার মনে হয় আমরা যতটুকু করেছি আমরা নিজেদের কোন জায়গায় নিয়ে যেতে চাই এই ব্যাপারে আমরা পরিস্কার আছি। কাল টিম সাউদি ও কাইল জেমিসন যতক্ষণ সম্ভব ব্যাটিং করবে। তারা যতটা পারে রান করবে এবং তাদের পড়ে এইজাজ প্যাটেল আছে এবং এরপর আমরা ঠিক করতে হবে আমাদের কেমন বোলিং করতে হবে। ফলে বোঝাই যাচ্ছে অনেক কিছুর বাকি আছে।'