promotional_ad

কঠিন দিনে সেঞ্চুরি পেয়ে খুশি উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকেট করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||


আরো পড়ুন

ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

৬ মার্চ ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি

টেস্টের দ্বিতীয় দিন হলেও উইকেট থেকে টার্ন পেতে শুরু করেছেন স্পিনাররা। চেনা কন্ডিশন হওয়ায় সেটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজরা। দিনের বেশিরভাগ সময়ই নিউজিল্যান্ডের ব্যাটারদের চেপে ধরে রেখেছিলেন বাংলাদেশের স্পিনাররা। তারা টার্ন পাওয়ায় ব্যাটারদের জন্য খেলাটা একটু কঠিন ছিল। যার ফলে কিউইদের কয়েকজন ব্যাটার ভালো শুরু করলেও খেলতে পারেননি বড় ইনিংস।


অথচ একেবারে বিপরীত চিত্র কেন উইলিয়ামসনের ক্ষেত্রে। পুরো দিন জুড়েই যেন ব্যাট হাতে নির্ভার ছিলেন তিনি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটার হিসেবে পঞ্চাশে পেরোনো ইনিংস খেলা উইলিয়ামসন থেমেছেন সেঞ্চুরি করে। যদিও কিউইদের দিন শেষ করতে হয়েছে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে।



promotional_ad

দিনটা তাদের জন্য যে কঠিন ছিল সেটা অকপটে স্বীকার করেছেন উইলিয়ামসন। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বলেন, ‘এটা কঠিন একটা দিন ছিল। আমার মনে হয় ব্যাটাররা সবভাবে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। বেশ কয়েকটি ভালো জুটিও গড়েছে।’


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

বাংলাদেশের চেয়ে এখনও ৪৪ রানে পিছিয়ে থাকলেও তৃতীয় সকালে ব্যাটিং করার সুযোগ থাকছে নিউজিল্যান্ডের। বর্তমানে অপরাজিত আছেন কাইল জেমিসন এবং টিম সাউদি। হাতে এখনও দুই উইকেট থাকায় আরও কিছু রান যোগ করতে চায় নিউজিল্যান্ড। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়ে নিজেদের কাজটা সেরে ফেলতে চায় তারা।


এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘আমাদের আরও কয়েকটি উইকেট আছে। আরও কিছু রান যোগ করতে পারলে আমাদের জন্য ভালো হবে। এরপর আমরা বোলিং নামব। উইকেট খানিকটা ভাঙনের মতো দেখাচ্ছে। পরবর্তী দিনগুলোতে উইকেট আরও ভাঙবে বলে মনে হয়।’



উইলিয়ামসন ১০৪ রানের ইনিংস খেললেও বাকিরা বড় আউট হয়েছেন থিতু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে সাতে নামা গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। এ ছাড়া ড্যারিল মিচেল খেলেছেন ৪১ রানের ইনিংস। এমন অবস্থায় সেঞ্চুরি করতে পেরে বেশ খুশি উইলিয়ামসন। তারকা এই ব্যাটার জানান, তিনি সবসময় চেষ্টা করেন দলের জন্য ভালো করতে এবং যত বেশি সম্ভব জুটি গড়তে।


তিনি বলেন, ‘এটা ভালো ব্যাপার কিন্তু আমার সব কিছুই আসলে দলকে ঘিরে। আমি সবসময় চেষ্টা করি দলকে সেরা একটা অবস্থায় নিয়ে যেতে এবং যতটা সম্ভব কয়েকটি জুটি গড়ার। এটাই মূল লক্ষ্য। আজকে এটা (সেঞ্চুরি পাওয়া) দারুণ ব্যাপার ছিল। কিন্তু এখনও অনেক কাজ বাকি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball