মাগুরায় আমার ক্রিকেটের শুরু, রাজনীতির শুরুও এখানেই: সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
আওয়ামীলীগের হয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা মাগুরায় গিয়েছেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে রাজনৈতিক ভাষণ দিতে দেখা গেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এই মাগুরাতেই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল সাকিবের, এবার রাজনীতিতেও এখানেই অভিষেক হচ্ছে তার। নির্বাচনী ভাষণে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন সাকিব।
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনটি আসনের মনোনয়ন কিনেছিলেন সাকিব। এর মধ্যে রয়েছে মাগুরা ১, ২ ও ঢাকা-১০ আসনের মনোনয়ন কিনেছেন তিনি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা-১ আসনের জন্য মনোনীত করা হয় সাকিবকে।

সাকিব বলেন, 'আমার ক্রিকেট শুরু মাগুরা থেকে রাজনীতিও শুরু। আশা করছি আমাকে আপনারা ভোট দিয়ে জেতাবেন। ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। সংবর্ধনা অনেকবারই পেয়েছি। কিন্তু এবারের যে সংবর্ধনা সেটা আগে কখনো পাইনি। দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে সুযোগটি করে দিয়েছেন, তাকে অশেষ ধন্যবাদ।'
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
১১ ঘন্টা আগে
'আমি যখন প্রথম ব্যাট ধরেছি, বল ধরেছি- আমার কোচরা যেমন শিখিয়ে দিয়েছে। আশা করি আমাদের সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, আমি আসলে এতো পদও জানি না সত্যি কথা বলতে। সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে আমি যেভাবে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েছি, আশা করি মাগুরাকে ওরকম একটা জায়গায় নিয়ে যেতে পারব।'
গত ১৮ নভেম্বর মনোনয়ন কেনার জন্য সাকিব স্বশরীরে উপস্থিত না হলেও তার স্বজনরা সাকিবের পক্ষে মনোনয়ন কিনে নেন। মনোনয়ন পত্র নিজে কিনতে না আসলেও সেগুলো নিজ হাতে জমা দিতে আসেন সাকিব । যুক্তরাষ্ট্র থেকে ফিরে গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন তিনি।
কদিন এই আগেই এই অলরাউন্ডার বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। যদিও বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। গ্রুপ পর্বের ৯ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। যদিও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে টাইগাররা।
বিশ্বকাপের এবারের আসরে সাকিব ইনজুরির কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি। ৭ ম্যাচে ২৬.৫৭ গড়ে রান করেছেন ১৮৬ রান। পুরো আসরে একটিতে মাত্র হাফ সেঞ্চুরি করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ৮২ রানের ইনিংস একটি ইনিংস খেলেছিলেন তিনি।