promotional_ad

অস্ট্রেলিয়ার মাটিতে ২৮ বছরের আক্ষেপ ঘুচাতে চান হাফিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি

১০ ঘন্টা আগে
পাকিস্তানের টেস্ট জার্সিতে আমের জামাল

পাকিস্তান ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পর প্রথম সিরিজের মুখোমুখি মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আগামী ১৪ ডিসেম্বর মাঠে নামবে পাকিস্তান। যেখানে সাদা পোশাকে দীর্ঘ ২৮ বছরে অজিদের বিপক্ষে কোনো জয় নেই পাকিস্তানের। ফলে দলটির ডিরেক্টর হাফিজ আসন্ন সিরিজকে বেশ উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন।


সবশেষ ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ৭৪ রানের জয় পায় পাকিস্তান। এরপর প্রায় তিন দশকে সেখানে ১৪টি ম্যাচে হেরেছে দলটি। এমনকি গত বছর ঘরেরও মাঠেও অজিদের বিপক্ষে সাদা পোশাকে পরাজয়ের স্বাদ নিতে হয় পাকিস্তানকে। কিন্ত ইতিহাস টানতে নারাজ হাফিজ। তবে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে এই সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।



promotional_ad

অবশ্য ৫৫টি টেস্টে ১০টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি করা হাফিজ অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট খেলেননি। তবে এবার দলের সঙ্গে আছেন ভিন্ন ভাবে। তাই ভিন্ন ফলাফলের আশায় আছেন তিনি। হাফিজের মতে এই সিরিজে পাকিস্তানের হারানোর কিছু নেই। লম্বা সময় অস্ট্রেলিয়ার মাটিতে জয় না থাকায় এখানে কিছু হারানোর থেকে অর্জনের সুযোগটাই বেশি দেখছেন তিনি।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১২ ঘন্টা আগে
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

হাফিজ বলেন, 'যখন আপনার চ্যালেঞ্জটা উত্তেজনাপূর্ণ হয়ে থাকে, এবং যখন হারানোর মতো কিছুই থাকে না, বরং অর্জন অনেক কিছু থাকে...তখন আপনি জিততে চলেছেন। আমাদের ইতিহাস কি বলে সেটা নয়, বরং আমরা সেখানে গিয়ে কি অর্জন করতে পারি সেটা (আমাদের লক্ষ্য)।'


'আমাদের মানসিকতা একদম পরিষ্কার, আমাদের সামনে একটি উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। আর এক সঙ্গে আমরা (লড়াই করে) ভালো একটি ফলাফল নিয়ে আসবো। আমি অতীতের কোনো ফলাফলের উত্তর দিতে পারবো না। তবে ইনশাআল্লাহ এখান আপনি পাকিস্তানের ভালো ফলাফল দেখতে পাবেন।'



এদিকে বিশ্বকাপের আগেও শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফরা বেশ ভালো ছন্দে ছিলো। তবে ওয়ানডে বিশ্বকাপে দলটির বোলাররা হতাশ করেছে সকলকে। এবার আফ্রিদির সঙ্গে রয়েছেন অভিজ্ঞ হাসান আলী ও তরুণ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ফলে এই দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী হাফিজ। অস্ট্রেলিয়ার ২০ উইকেট তুলে নেয়ার সামর্থ্য এই দলের আছে বলে মনে করেন হাফিজ।


দল নিয়ে হাফিজ বলেন, 'এই দলের বোলিং ইউনিটে ভালো বোলার রয়েছে। দলে পাকিস্তানের সেরাদের বেছে নেয়া হয়েছে। আমাদের যে বোলিং লাইন আপ আছে। আমারা আত্মবিশ্বাসী যে তারা সেখানে ম্যাচজয়ী পারফরম্যান্স দিতে পারবে। (প্রতিপক্ষের) ২০ উইকেট (দুই ইনিংসে) তুলে নিয়ে পারলেই আপনার জেতার সুযোগ তৈরি হয়। আমি মনে করি আমাদের বোলিং সেটা করতে সক্ষম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball