promotional_ad

লিডের অপেক্ষা নিয়ে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকেট করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||


আরো পড়ুন

বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান

২৪ মিনিট আগে
বাংলাদেশ ম্যাচে ‘কিছু করে দেখাতে চায়’ পাকিস্তান, ফাইল ফটো

টিম সাউদির উইকেটের ওপর করা ডেলিভারিতে ডিফেন্স করে ব্যর্থ হওয়ায় প্রথম বলেই সাজঘরে ফেরেন শরিফুল ইসলাম। রান বাড়িয়ে নেয়ার আশায় ব্যাটিংয়ে নামলেও দিনের শুরুটা বাংলাদেশের হয়েছে হতাশায়। দিনের শুরুটা হতাশায় হলেও শেষটায় আলো ছড়িয়েছে বাং লাদেশ। টম লাথাম ও ডেভন কনওয়ে প্রত্যাশিত শুরু চেষ্টা করলেও তাইজুল ইসলাম এসে ভাঙেন তাদের জুটি। লাথামের পর আরও তিন ব্যাটারকে ফিরিয়েছেন তাইজুল।


সবমিলিয়ে পুরো দিনে নিয়েছেন চার উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে জুটি বেধে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলেছেন নাঈম হাসান। বাংলাদেশের স্পিনারদের চ্যালেঞ্জ সামলেও অবশ্য ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন দুবার জীবন পাওয়া কেন উইলিয়ামসন। কিউইদের অভিজ্ঞ ব্যাটারের সেঞ্চুরির পরও ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। বাংলাদেশের চেয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবেন কাইল জেমিসন এবং সাউদি।


বাংলাদেশের ৩১০ রানের জবাব দিতে নেমে শরিফুলের করা প্রথম ওভারের প্রথম তিন বলে দুই চারে লাথাম তুললেন ১০ রান। তবে প্রথম তিন বলের মতো গড়ায়নি পরের সময়টুকু। একাদশে একজন মাত্র পেসার থাকায় বাধ্য হয়েই দ্বিতীয় ওভারে বল তুলে দিতে হয় স্পিনারের হাতে। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হয়েছেন কনওয়ে। বল ব্যাটে না হয়ে প্যাডে আঘাত করায় আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। তাতে সাড়া দেননি আম্পায়ার।


কিছুটা সময় নিজেদের মাঝে আলোচনা করে রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় ইম্প্যাক্ট আউট সাইড অফ। ফলে দিনের শুরুতেই রিভিউ হারাতে হয়েছে স্বাগতিকদের। শরিফুল ও মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিংয়ের শুরুটা করে বাংলাদেশ। দুজনে মিলে ১২ ওভার বোলিং করলেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না তাদের কেউই। প্রথম স্পেলে ৬ ওভার বোলিং করিয়ে শরিফুলকে সরিয়ে দেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই পেসারের জায়গায় বল তুলে দেন তাইজুল ইসলামের হাতে।



promotional_ad

নিজের প্রথম ওভারে বোলিং এসেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। তাইজুলের লেগ স্টাম্পের বাইরের বলে সুইপ করেছিলেন লাথাম। ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় বল সরাসরি উপরে উঠে যায়। ফাইন লেগে দাঁড়িয়ে থাকা নাঈম সহজ ক্যাচ লুফে নিলে লাথামকে ফিরতে হয় ২১ রানের ইনিংস খেলে। তাতে প্রথম উইকেটের দেখাও পায় বাংলাদেশ। উইকেটে খুব বেশি টার্ন না থাকলেও মিরাজের উপরই আস্থা রাখছিলেন শান্ত। অবশেষে সেই আস্থার প্রতিদানও পায় বাংলাদেশ। নিজের অষ্টম ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়েছেন মিরাজ। ডানহাতি এই স্পিনারের উইকেটের ওপর করা ডেলিভারিতে সামনের পায়ে ভর দিয়ে ডিফেন্স করেছিলেন কনওয়ে।


আরো পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় ওয়াসিম জাফর

২৫ ফেব্রুয়ারি ২৫
মুশফিকুর রহিম, ওয়াসিম জাফর ও মাহমুদউল্লাহ রিয়াদ

ব্যাটেও লেগেছিল কিন্তু তা প্যাডে আঘাত হেনে একটু উপরে উঠে যায়। সিলি পয়েন্টে থাকা শাহাদাত হোসেন দিপুর ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিলে ফিরে যান ১২ রান করা কনওয়ে। এরপর হেনরি নিকোলস ও উইলিয়ামসন মিলে জুটি গড়ার চেষ্টা করেন। এমন সময় নিকোলসের বিপক্ষে স্লিপে একজন, সিলি পয়েন্টে একজন নিয়ে বোলিং করছিলেন নাঈম। ডানহাতি এই অফ স্পিনারে অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে সজোরে ব্যাট চালিয়েছিলেন নিকোলস। লাফ দিলেও শেষ পর্যায়ে বল আঘাত করে জাকিরের ডান পায়ে। ততক্ষণাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।


ফিজিও আসার পর মাঠে আনা হয় স্ট্রেচারও। পরবর্তীতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জাকির। যদিও একটু পরেই আবারও মাঠে এসে দিনের পুরোটা সময় ফিল্ডিং করেছেন তিনি। দ্রুত দুই উইকেট হারানোর প্রাথমিক ধাক্কা সামলে তোলেন উইলিয়ামসন এবং নিকোলস। তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে তোলেন ৫৪ রান। এই জুটি ভাঙেন শরিফুল। অফ স্টাম্পের বাইরে করা তার একটি লাফিয়ে ওঠা লেংথ ডেলিভারিতে ব্যাট লাগিয়ে দেন নিকোলস। ক্যাচ লুফে নিতে ভুল করেননি নুরুল হাসান সোহান। ৪২ বলে ১৯ রান করে ফিরে যান নিকোলস। এরপর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডকে এগিয়ে নিতে থাকেন উইলিয়ামসন।


জমেও উঠেছিল তাদের দুজনের জুটি। উইলিয়ামসন এবং মিচেলের জমে ওঠা জুটি ভাঙেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের বলে উইকেট থেকে বেরিয়ে এসে ডিফেন্স করেছিলেন মিচেল। তাইজুল খানিকটা টার্ন পাওয়ায় বল মিচেলের ব্যাটে স্পর্শ না করে সরাসরি সোহানের গ্লাভসে চলে যায়। তাতে অনায়াসে স্টাম্পিং করেন সোহান। হাফ সেঞ্চুরির আগে ফিরে যেতে হয় ৪১ রান করা মিচেলকে। যদিও ৪ রানে আউট হয়ে যেতে পারতেন তিনি। শরিফুলের অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়েছিলেন বল। স্লিপে থাকা মাহমুদুল হাসান জয় এবং কিপার সোহান আবেদন করলেও তাতে জোর ছিল না। ব্যাটে লাগেনি ভেবে আম্পায়ারও সাড়া দেননি তাতে। বাংলাদেশ রিভিউ না নিলেও টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানায় লেগেছিল।


এদিকে ৭৫ বলে হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসন জীবন পেয়েছেন ব্যক্তিগত ৬৩ রানে। নাঈমের লেংথ ডেলিভারিতে সুইপ করেছিলেন উইলিয়ামসন। মিড উইকেটে সহজ ক্যাচ পেলেও সেটা লুফে নিতে পারেননি উইলিয়ামসন। তাতে ৬৩ রানে জীবন পান তিনি। জীবন পেয়েছেন আরও একবার। তার ক্যাচ ছেড়েছিলেন শরিফুল। যদিও তার জন্য ক্যাচটি একেবারে সহজ ছিল না। চা বিরতি থেকে ফিরেই টম ব্লান্ডেলকে ফেরান শরিফুল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশের বিপক্ষে ভালো করেছেন গ্লেন ফিলিপস। উইলিয়ামসনের সঙ্গে পঞ্চাশ পেরোনো জুটি গড়ার সঙ্গে খেলেছেন ৪২ রানের ইনিংস।



শান্তর হাতে ক্যাচ বানিয়ে ফিলিপসকে ফিরিয়েছেন মুমিনুল হক। অন্য প্রান্তের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ১৮৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি। যদিও সেঞ্চুরির পর ইনিংস বেশিক্ষণ টানতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। ১০৪ রান করা উইলিয়ামসনকে ফিরিয়েছেন তাইজুল। শেষ বিকেলে ইশ সোধিকে দ্রুত বিদায় করে দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে এদিন তাইজুল চারটি উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ- ৩১০/১০ (৮৫.১ ওভার) (জয় ৮৬, জাকির ১২, মুমিনুল ৩৭, মুশফিক ১২, মিরাজ ২০, দিপু ২৪, সোহান ২৯; ফিলিপস ৪/৫৩)


নিউজিল্যান্ড- ২৬৬/৮ (৮৪ ওভার) (লাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০২, নিকোলস ১৯, মিচেল ৪১, ফিলিপস ৪২; তাইজুল ৪/৮৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball