বেতন পেলেন জ্যোতিরা, বিলম্বের দায় নিলেন নাদেল

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকেট করেসপন্ডেন্ট||
ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে নাহিদা, দ্যুতি ছড়ালেন ফারজানা-জ্যোতিরা
৩ ডিসেম্বর ২৪
বাংলাদেশ নারী ক্রিকেট দলের যেন এখন স্বপ্ন যাত্রা চলছে। ২০১৮ সালে এশিয়া কাপ জয়ের পর থেকেই একটু একটু করে এগিয়ে যেতে থাকে নারী ক্রিকেট। গেল কয়েক বছরে যেন একটু একটু করে হওয়া উন্নতিরই ফল পাচ্ছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে শক্তিশালী ভারতকে রুখে দেয় নিগার সুলতানা জ্যোতির দল।
সিরিজ জিততে না পারলেও ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। সাফল্যের পথে খুঁজে পাওয়া নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো হয় জুনের বিসিবি সভায়। সালমা খাতুন, মুর্শিদা খাতুনদের বেতন বাড়ানো হয় ২০ শতাংশ। এমন খবরে খুশি না হয়ে উপায় নেই। তবে খুশির আড়ালে ছায়া হয়ে ছিল খানিকটা দুঃখও। কদিন আগে ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ।
এমন সাফল্যের পর তাদের পারফরম্যান্স নিয়েই সবচেয়ে বেশি কথা হওয়ার কথা ছিল। অথ?? আলোচনাটা মোড় নেয় বেতন-ভাতাকে ঘিরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর খবর বেরোয় ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না জ্যোতিরা। এমন খবর প্রকাশের পর বেতন পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। মূলত কেন্দ্রীয় চুক্তির সংযোজন সংক্রান্ত সমস্যার কারণে বেতন পেতে দেরি হচ্ছিল তাদের।

নারী উইংয়ের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা জমা দেয়ার পরও মেয়েরা বেতন না পাওয়ায় হতাশা ছেঁয়ে গেছে শফিউল আলম চৌধুরি নাদেলের কণ্ঠে। তবে এমন খবর শোনার পর বিসিবি সভাপতি এবং সিইও এর সঙ্গে আলাপ করে বেতন সংক্রান্ত সমস্যার সমাধান করেছেন। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান নিশ্চিত করেছেন, নারী ক্রিকেটাররা বেতন পেয়েছেন।
সুনির্দিষ্ট ৩ অভিযোগ নিয়ে বিসিবিতে দুদকের অভিযান
১৫ এপ্রিল ২৫
এ প্রসঙ্গে শফিউল আলম নাদেল বলেন, ‘দেখুন, আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিল। সেই কারণে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে যায় এবং বেশ দেরি হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’
বেতন দিতে দেরি হওয়ায় নিজের কাঁধেই দায় নিচ্ছেন শফিউল আলম নাদেল। নারী উইংয়ের প্রধান বলেন, ‘আমি যেহেতু নারী উইংয়ের দায়িত্বে আছি, এই যে বিলম্ব হলো, এই দায়টা আমার এড়ানোর কোনো সুযোগ নেই।’
এদিকে কদিন আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। এমন সাফল্যের পর ক্রিকেটার, কোচদের বোনাস দেয়া হয়েছে বিসিবি থেকে। এর আগে ভারতের বিপক্ষে ড্র হওয়া সিরিজের বোনাসও দেয়া হয়েছে নারী ক্রিকেটারদের।
বোনাস দেয়া নিয়ে শফিউল আলম নাদেল বলেন, ‘তাদের কাছে বোর্ডের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল সেটা দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে দুই ফরম্যাটেই সিরিজ জেতার পর দল ও ভালো পারফরম্যান্স করেছে, কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদেরও বোনাসটা দেওয়া হয়েছে।’