promotional_ad

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দুবাইতে ভারতকে দুইবার হারিয়েছি, তৃতীয়বার হারাতে চাই: রউফ

২২ ফেব্রুয়ারি ২৫
বোলিং অনুশীলনে হারিস রউফ, ফাইল ফটো

মেলবোর্ন স্টার্সের হয়ে এবারও বিগব্যাশ মাতানোর কথা রয়েছে হারিস রউফের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনাপত্তিপত্র দিতে দেরি করায় এই পেসারের বিগব্যাশে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ১১ ডিসেম্বরের আগে অনাপত্তি পত্র পাওয়া হচ্ছে না হারিসের। পাকিস্তান এখন চলছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ ডিসেম্বর। এ জন্যই হারিসকে অপেক্ষায় রেখেছে পিসিবি।



promotional_ad

কদিন আগেই পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন ওয়াহাব রিয়াজ। তিনি জানিয়েছিলেন হারিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চাননি। এ কারণে তাকে টেস্ট দলেও রাখেননি পাকিস্তান দলের নির্বাচকরা। পরে জানা যায় টেস্টে অনভিজ্ঞ হওয়ায় টেস্ট খেলতে চাননি হারিস।


রিয়াজের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন হারিস। তিনি সাদা বলের ক্রিকেটে মনোযোগ রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কদিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এই সিরিজের কারণে বিগব্যাশের শেষভাগে খেলতে পারেবেন না হারিস।


মেলবোর্ন স্টার্স হারিসকে বেশ গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করে। তারা বিগব্যাশে নিজেদের শুরুর তিন ম্যাচের মেম্বারশীপের নাম দিয়েছে 'হাউজ অব রউফ'। এমসিজিতে যে জোনে এই মেম্বাররা বসবেন সেই জায়গার নাম করণ করা হয়েছে হারিস রউফ বে।



শুধু হারিসই নন বিগব্যাশের অনাপত্তি পত্র পাননি পাকিস্তানের আরও দুই ক্রিকেটার উসামা মীর ও জামান খান। বিগব্যাশের এবারের আসর শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। এই টুর্নামেন্ট শেষ হয়ে ২৪ জানুয়ারি। পাকিস্তানের নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ১২ জানুয়ারি থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball