promotional_ad

রাজার হাফ সেঞ্চুরি ও হ্যাটট্রিকের কীর্তিতে জিম্বাবুয়ের বড় জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট

৮ মার্চ ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বে রুয়ান্ডাকে ১৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ের ফলে বিশ্বকাপের মূল আসরে তাদের খেলার আশা এখনও বেঁচে আছে। এই ম্যাচে হাফ সেঞ্চুরির পর হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।


এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৯৯ রান তোলে জিম্বাবুয়ে। ৩৬ বলে ৫৮ রান করে আউট হয়েছেন ওপেনিংয়ে নামা রাজা। এরপর তাদিওয়ানশে মারুমানি ফিরেছেন ৩১ বলে ৫০ রান করে। তৃতীয় উইকেটে আরেকটি দারুণ জুটি গড়েন নিক ওয়েলচ ও শেন উইলিয়ামস।



promotional_ad

ওয়েলচ করেন ১৫ বলে ১৮ রান। আর উইলিয়ামসের ব্যাট থেকে আসে ১৪ বলে ২২ রান। শেষদিকে রায়ান বার্ল ও লুক জংউই মিলে জিম্বাবুয়ের সংগ্রহ দুইশো পাড় করেন। বার্ল ২১ বলে ৪৪ ও জংউই ৪ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে রুয়ান্ডা।


তারা মাত্র ১৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায়। সেখান থেকে আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে কোনো দল এত কম রানে ৫ উইকেট হারায়নি। অবশ্য ষষ্ঠ উইকেটে দিদিয়ের এনদিকুবউইমানা ও মার্টিন আকায়েজু ৪৮ রান যোগ করে রুয়ান্ডার মান বাঁচিয়েছেন।


এরপর আর ৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ৭১ রানে গুটিয়ে যায় রুয়ান্ডার ইনিংস। দলটির শেষ তিন উইকেটের তিনটিই নিয়েছেন রাজা। টানা তিন বলে রাজা আউট করেন মোহাম্মদ নাদির, জাপ্পি বিমেনইয়েমানা ও এমিল রুকিরিজাকে। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরির সঙ্গে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন রাজা।



এর আগে এই কীর্তি ছিল শুধু নামিবিয়ার অলরাউন্ডার জেজে স্মিটের। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৩৫ বলে ৭১ রানের সঙ্গে ১০ রানে ৬ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেছিলেন স্মিট। পাশাপাশি দুটি ক্যাচ নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball