promotional_ad

তিন সংস্করণেই অধিনায়ক হওয়ার সামর্থ্য আছে, বিশ্বাস শান্তর

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন

৬ মার্চ ২৫
(বাম থেকে) নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লা রিয়াদ

‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত’ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর অধিনায়ক হতে প্রস্তুত কিনা প্রশ্নের জবাবে এমনটা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। তখন অবশ্য কেবলই ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে কথা হচ্ছিলো। সাকিব আল হাসান না থাকায় ওয়ানডেতে শান্তর অধিনায়ক হওয়ার সম্ভাবনাটা প্রবল। তবে বাঁহাতি এই ব্যাটারের চোখ কেবলই ওয়ানডে নেতৃত্বে নয়। শান্ত বিশ্বাস করেন, তিন সংস্করণেই তার নেতৃত্ব দেয়ার সামর্থ্য আছে।


বয়সভিত্তিক ক্রিকেট থেকে বেশিরভাগ ম্যাচেই অধিনায়ক হিসেবে খেলেছেন। বিসিবিও তাকে ভবিষ্যত অধিনায়ক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। জাতীয় দলে থিতু হওয়ার পর শান্তর সামনে উঁকি দিচ্ছে তিন সংস্করণের অধিনায়ক হওয়ার সুযোগ। সাকিব ওয়ানডে খেললেও অধিনায়কত্ব করবেন না। বিশ্বকাপের আগে এমনটা নিশ্চিত করেছিলেন আগেই।


মুমিনুল হকের কাছ থেকে টেস্টের নেতৃত্ব নিয়েছেন খুব বেশিদিন হয়নি। এদিকে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের নেতৃত্বের ভার সামলাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্রিকেটের পাশাপাশি রাজনীতির মাঠে নেমে পড়েছেন সাকিব। চাপ কমাতে ওয়ানডের মতো ছাড়তে পারেন বাকি দুই সংস্করণের নেতৃত্বও। টি-টোয়েন্টিতে অবশ্য সুযোগ থাকছে ২০২৪ বিশ্বকাপ খেলার পর অধিনায়কত্ব ছাড়ার।



promotional_ad

এমনটা হলে তিন সংস্করণেই নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। বিশ্বকাপের পর থেকে সেই কাজটা এগিয়ে নেয়ার চেষ্টাও করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন শান্ত। বাঁহাতি এই ওপেনারও মনে করেন তিনি তিন সংস্করণের জন্য প্রস্তুত আছেন।


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

১৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘তখন যেটা বলেছিলাম, অধিনায়ক তো অধিনায়কই। সব ফরম্যাটের জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে যে ওই সামর্থ্য আমার আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস।’


যাকেই অধিনায়ক করা হোক না কেন তাকে যেন লম্বা সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়। তাকে নতুন অধিনায়কের পরিকল্পনা করতে সুবিধা হবে বলে মনে করেন তিনি। শান্ত বলেন, ‘অবশ্যই যেই অধিনায়ক হবে আমার কাছে মনে হয় সে যদি লম্বা সময়ের জন্য হয় তাহলে তার পরিকল্পনা করাটা সুবিধা হবে। সামনে যেই আসবে সে যদি যথেষ্ট সুযোগ পায় সে অনেক ভালো কিছু করবে এবং পরিকল্পনা করতে অনেক সুবিধা হবে।’


বয়সভিত্তিক ক্রিকেটের মতো বাংলাদেশকেও নেতৃত্ব দিয়েছেন শান্ত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে সাকিব চোটে পড়ায় নেতৃত্ব দিয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। যেখানে তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অর্থাৎ অধিনায়ক হিসেবে এখনও জয়ের দেখা পাননি তিনি।



সাকিব চোট থেকে সেরে উঠতে না পারায় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও অধিনায়ক হিসেবে খেলবেন বাঁহাতি এই ব্যাটার। আগের তিন ম্যাচ থেকে নেতৃত্বের কি শিখেছেন এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘নির্দিষ্ট করে কি শিখেছি সেটা বলা মুশকিল। কারণ ওয়ানডে ফরম্যাট ছিল এটা টেস্ট ফরম্যাট। হ্যাঁ, বিভিন্ন পরিস্থিতিতে আরও একটু কি ভালো করতে পারতাম সেটা ফিল্ড প্লেসমেন্টে হতে পারে, বোলিং পরিবর্তনের ব্যাপারে হতে পারে এই ছোট ছোট বিষয়....।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball