promotional_ad

মুম্বাইতে হার্দিক, বেঙ্গালুরুতে গ্রিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪ কোটির সাকারিয়া এখন ২ লাখ রুপির নেট বোলার

১৫ ঘন্টা আগে
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় চেতন সাকারিয়ার, ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষদিন ছিল রবিবার। এরই মধ্যে ৮৯জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। তবে ১২ ডিসেম্বর পর্যন্ত খেলোয়াড়দের ওদল-বদলের সুযোগ রয়েছে। আলোচনার মাধ্যমে ট্রেডে যেকোনো দলই যেকোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে।


এই সুযোগ কাজে লাগিয়েই মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ক্রিকবাজ জানিয়েছে দুই বছরের জন্য হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে আইপিএলের ৫বারের চ্যাম্পিয়নরা। সেই চুক্তিও নাকি সাক্ষর হয়ে গেছে।



promotional_ad

২০১৫ সালে মাত্র ১০ লাখ রুপিতে হার্দিককে কিনেছিল মুম্বাই। এরপর থেকে দলটির প্রাণভোমরা হয়ে উঠেছিলেন তিনি। তবে ২০২২ আইপিএলের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই। এর ফলে দলটিকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দলটিকে।


আরো পড়ুন

আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক

১০ মার্চ ২৫
শিরোপা জয়ের পর হার্দিক, আইসিসি

তারা অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রিটেইন করেছিল জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব ও কাইরন পোলার্ডকে। পোলার্ড গত বছরই আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতায় ভুগছে আইপিএলের সফলতম দলটি।


এ কারণেই আবারও হার্দিককে দলে নিয়েছে তারা। তবে ট্রেডে মুম্বাই ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে পাড়ি জমাতে হয়েছে ক্যামেরন গ্রিনকে। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার আইপিএলের গত আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তবে টিম কম্বিনেশনের কারণে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে মুম্বাই।



মুম্বাইয়ের ছেড়ে দেয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছে জোফরা আর্চার, ক্রিস জর্ডান, ট্রিস্টান স্টাবস, ডুয়ান ইয়ানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথের মতো ক্রিকেটাররা। আইপিএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর দুবাইতে। এবারই প্রথমবারের মতো ভারতের বাইরে হতে যাচ্ছে আইপিএলের নিলাম। সেখান থেকেই ক্রিকেটার কিনে নিজেদের আরও শক্তিশালী করতে চাইবে রোহিত শর্মার দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball