জিম্বাবুয়েকে হারিয়ে উগান্ডার চমক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট
৮ মার্চ ২৫
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে চমকে দিয়েছে উগান্ডা। এর ফলে আসন্ন এই বিশ্বকাপে জিম্বাবুয়ের খেলার সম্ভাবনা খুবই কঠিন হয়ে গেছে। এই টুর্নামেন্ট দিয়েই জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন সিকান্দার রাজা।
নতুন দায়িত্ব নিয়েই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি। এদিকে এবারই প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে খেলেছে উগান্ডা। প্রথম ম্যাচেই চমক দেখাল দলটি। টস হেরে এই ম্যাচে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করতে পারেনি জিম্বাবুয়ে ৪৭ রানের মধ্যে তারা উপরের সারির তিন ব্যাটারকে হারায়। খানিক বাদে ফিরে যেন রায়ান বার্লও। ফলে বড় বিপদে পড়ে জিম্বাবুয়ে।

এরপর সিকান্দার রাজার ৩৯ বলে ৪৮ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে পারে জিম্বাবুয়ে। উগান্ডার হয়ে একাই তিনটি উইকেট নেন দীনেশ নাকরানি। ২টি উইকেট নেন হ্যানরি সেনন্দো। একটি উইকেট গেছে আলী শাহর ঝুলিতে।
হাতের মুঠোয় লক্ষ্য পেয়ে ভালো শুরু পায়নি উগান্ডাও। তারা ১২ রানের মধ্যে হারায় ২ উইকেট। এরপর মিডল অর্ডার ব্যাটার আলফেস রামজানির ২৬ বলে ৪০ ও আলী শাহর ২৮ বলে ৪২ রানে ভর করে স্মরণীয় জয় তুলে নেয় উগান্ডা।
জিম্বাবুয়ের হয়ে ২টি উইকেট নিয়েছেন চিরার্ড এনগারাভা। একটি উইকেট পেয়েছেন শেন উইলিয়ামস। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেট হেরেছিল জিম্বাবুয়ে। যদিও দ্বিতীয় ম্যাচে তারা তানজানিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। দুর্বল উগান্ডা এবার তাদের হারিয়ে চমক দেখাল।
বাছাই পর্বে ৩ ম্যাচ খেলে মাত্র একটি হয়ে ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে জিম্বাবুয়ে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট করে যথাক্রমে এক ও দুই নম্বরে নামিবিয়া ও কেনিয়া। তিন নম্বরে থাকা উগান্ডার পয়েন্ট ৪। এই পর্বের বাছাই পর্ব থেকে দুটি দল সুযোগ পাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যে আসরটি হওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।