promotional_ad

সাকিব-তামিমরা না থাকায় খুশি নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারছেন না সাকিব আল হাসান। বিশ্বকাপ না খেলা তামিম ইকবাল কিউইদের বিপক্ষে নেই ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকায়। তারা না থাকায় বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না নিউজিল্যান্ডকে। বাংলাদেশের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় খুশি সফরকারীরা।


বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে বল হাতে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়েও দুর্দান্ত ছিলেন সাকিব। বাংলাদেশকে জেতাতে খেলেছিলেন ৬৫ বলে ৮২ রানের ইনিংস। ব্যাটিংও করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন তিনি।


ম্যাচ শেষে এক্স-রে করানো হলে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। অনিশ্চিত হয়ে আছেন নিউজিল্যান্ড সফরেও। তামিম অবশ্য ম্যাচ খেলার মতো ফিট নেই। চোট ছিল আগে থেকেই, মাঝে বিশ্বকাপ না খেলায় মাঠের বাইরে আছেন মাস দুয়েক হলো। এই সময়ে ফিটনেস নিয়ে সেভাবে কাজ করেননি বাঁহাতি এই ওপেনার। যে কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ড সিরিজ থেকে।



promotional_ad

স্ত্রী ও সন্তানের পাশে থাকতে এক মাসের ছুটি নিয়েছেন লিটন দাস। চোটের কারণে কিউইদের বিপক্ষে রাখা হয়নি তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেনকে। ফলে নিয়মিত একাদশের পাঁচজনকে পাওয়া যাচ্ছে না কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে। যা বাংলাদেশের জন্য হতাশার বলে জানান লুক রনকি।


তাদের মতো অভিজ্ঞ ক্রিকেটারের না থাকা নিয়ে নিউজিল্যান্ডের এই কোচ বলেন, ‘ অবশ্যই, তারা (সাকিব-তামিম) অভিজ্ঞ ক্রিকেটার। তারা অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, এটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। তাদের না থাকাটা বাংলাদেশের জন্য খানিকটা হতাশাজনক। কিন্তু আমাদের দিক থেকে দেখলে তারা থাকলে যে চ্যালেঞ্জ দিতো সেটা এখন পেতে হবে না। এটা আমাদের জন্য ভালো ব্যাপার।’


সাকিব, তামিমদের না থাকাকে চান্ডিকা হাথুরুসিংহে অবশ্য দেখছেন একটু অন্যভাবে। এতজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া খেলতে নামা চ্যালেঞ্জিং হলেও তাদের ছাড়া এগিয়ে যাওয়ার এখনই সঠিক সময় বলে মনে করেন লঙ্কান এই কোচ। হাথুরুসিংহে এও মনে করিয়ে দিয়েছেন তারা সবাই সারাজীবন খেলবে না।


হাথুরুসিংহে বলেন, ‘এতজন অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়া যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ তারা সবাই তিন সংস্করণের ক্রিকেটই খেলে। কেউ ১৫ বছর ধরে খেলছে, আবার কেউ খেলছে ১০ বছর ধরে। এ জন্য বলছিলাম একটা দিক থেকে আমরা সামনে তাকাতে পারি।’



‘তরুণরা সেটা করতে পারে। যারা লম্বা সময় ধরে খেলছে তাদের ছাড়া সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। তারা সারাজীবন খেলবে না। এটা অবশ্য অনেকগুলো কারণে ঘটেছে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর। নিজেদের মেলে ধরার জন্য তরুণদের জন্য ভালো সুযোগও।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball