promotional_ad

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটি নিজেদের এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে পিএসএল সংশ্লিষ্টরা।


জানা গেছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। খেলোয়াড়দের ড্রাফট আয়োজনের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব। যেখানে তার ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।



promotional_ad

ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। এদিকে পিএসএলের গত আসরটি অবশ্য সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালমির হয়ে খেলা সাকিব গত আসরে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সাকিবের স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হয় তাকে।


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

১৩ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

পিএসএলে এর আগে আরও দুটি আসরে খেলেন সাকিব। ২০১৭ সালে এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন তিনি। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। সেই দুই আসরে অবশ্য নিয়মিতই খেলতে দেখা যেত সাকিবকে।


সবমিলিয়ে পিএসএলে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ১০৭.১০ স্ট্রাইক রেট ও ১৬.৪৫ গড়ে করেছেন ১৮১ রান। পাশাপাশি উইকেট নিয়েছেন ৮টি। এই টুর্নামেন্টে একটি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছেন সাকিব।



বর্তমানে অবশ্য ইনজুরির মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন সাকিব। আঙুলের ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলদেশের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের আগেই দেশে ফিরে আসতে হয় তাকে।


বর্তমানে অবশ্য জাতীয় নির্বাচন নিয়েও ব্যস্ত সময় পাঢ় করছেন সাকিব। ইতোমধ্যেই তিনটি আসনেই জন্য মনোনয়নপত্র কিনে সেগুলো জমা দিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball