‘ছোটা ডন’ শাকিলের কাছে দলের পারফরম্যান্সই আগে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
১৯ ঘন্টা আগে
পাকিস্তানের টেস্ট দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন সাউদ শাকিল। বাবর আজম নেতৃত্ব ছাড়ায় পাকিস্তান এখন নতুনভাবে নিজেদের সাজাচ্ছে। কদিন পরেই শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। আসন্ন এই সিরিজেও ব্যাট হাতে পারফর্ম করতে চান শাকিল।
অন্য দলগুলোর বিপক্ষে যেমন প্রস্তুতি নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্যও তেমনই প্রস্তুতি নিয়েছেন শাকিল। নিজের স্কিল অনুযায়ী অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না বলে জানিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।

তিনি বলেন, 'আপনি যখন কোনো ট্যুরে যান আপনাকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে যার মুখোমুখি হতে হবে আপনাকে এবং আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এর প্রস্তুতি নিতে হবে। সাম্প্রতিক সময়ে আমিও একইভাবে নিজেকে প্রস্তুত করেছি।'
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
ব্যক্তিগত কোনো লক্ষ্য নয় শাকিলের কাছে দলের জন্য পারফর্ম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'আমি এভাবে চিন্তা করছি না যে আমি সেঞ্চুরি করবো অথবা আমি সর্বোচ্চ রান সংগ্রাহক হবো। আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে দলের জয়ের জন্য অবদান রাখা। যাতে করে আমি পারফর্ম করতে পারি।'
কদিন আগেই পাকিস্তানের অধিনায়কত্বের পালা বদল হয়েছে। শান মাসুদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করছে পাকিস্তান ক্রিকেট। পূর্বে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও এখনই নেতৃত্ব নিয়ে ভাবছেন না বলে জানালেন এই পাকিস্তান ব্যাটার।
তিনি বলেন, 'আপনি যদি দলগত ক্রিকেটের কথা বলেন তাহলে হ্যা আমি অধিনায়কত্ব করেছি। যাই হোক এখন আমি এটা নিয়ে ভাবছি না কারণ আমি মাত্রই আমার ক্যারিয়ার শুরু করেছি। আমার পুরো মনোযোগ পাকিস্তানকে জেতানোর জন্য পারফর্ম করা।'
পাকিস্তান দলের অনেকেই শাকিলকে ছোটা ডন ডাকেন। এর চল অবশ্য শুরু করেছিলেন বাবর আজম। এর রহস্য ফাস করে শাকিল বলেন, 'বাবর আমাকে ছোটা ডন ডাকে মজার ছলে। যখন সে অধিনায়ক ছিল, সে সবসময়ই এটা বলত। এভাবেই সে মমতা দেখায়।'