promotional_ad

সিলেটে স্পিন স্বর্গ দেখছেন রাচিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

বাংলাদেশে এক ঝাঁক স্পিনার নিয়ে পা রেখেছে নিউজিল্যান্ড। ইশ সোধি, মিচেল স্যান্টনার ও এইজাজ প্যাটেলের সঙ্গে স্পিন আক্রমণে আছেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের মতো তরুণরা। সিলেটের মাটিতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।


সেখানে স্পিনাররাই বেশি সুবিধা পাবে বলে আশাবাদী কিউই অলরাউন্ডার রাচিন। তার বিশ্বাস সিলেটের উইকেট ব্যাটারদের জন্য বেশ কঠিনই হবে। এর আগে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা রাচিন সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চান তিনি।



promotional_ad

নিজেদের স্পিন আক্রমণ নিয়ে রাচিন বলেছেন, 'আমাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, জেজি (এইজাজ প্যাটেল), স্যান্টনার, ইশ (সোধি) ও জিপি (গ্লেন ফিলিপস) আছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করব এবং সোধি ও জেজির এখানে খেলার অভিজ্ঞতা আছে অনেক এবং তারা জানে এখানে কি করলে ভালো হবে। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করব। প্রত্যেকেই ভিন্নরকমের বোলার। এটা স্পিন আক্রমণের ভারসাম্য বাড়িয়েছে।'


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

১৬ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

সিলেটের উইকেটে স্পিনাররা একটু গতি পাবেন বলেও মনে হচ্ছে রাচিনের। জায়গা মতো জোরের ওপর বল করে ব্যাটারদের ভড়কে দিতে প্রস্তুত হচ্ছেন এই কিউই ক্রিকেটার। সোধি-প্যাটেলরা এর আগেও বাংলাদেশের মাটিতে খেলেছেন। ফলে অভিজ্ঞতার কমতি দেখছেন না রাচিন।


তিনি বলেন, '২০২১ সালে এখানের উইকেট আকর্ষনীয় ছিল। আমার মনে হয় এখানে ব্যাট করা কিছুটা কঠিন হবে। কিন্তু বল করা দারুণ ব্যাপার হবে। স্পিনাররা আরেকটু বেশি পেস পাবে। স্পিনাররাই বেশি সুবিধা পাবে তাই জায়গা মতো বল করতে হবে এবং এর সঙ্গে গতি কাজে লাগাতে পারলে সাফল্য পাওয়া যাবে।'



নিউজিল্যান্ড দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুস্তাক। রাচিন এর আগে পাকিস্তান সিরিজের আগে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। আবারও এই কিংবদন্তি ক্রিকেটারের সান্নিধ্যে আসতে পেরে দারুণ খুশি এই কিউই অলরাউন্ডার।


তার ভাষ্য, 'সাকলাইন অনেক বড় মাপের কোচ। আমি তার সঙ্গে অল্প কিছু সময় কাটিয়েছি। গত এপ্রিল-মেতে পাকিস্তান সিরিজের আগে তার সঙ্গে কাজ করেছি এবং সে আমাকে অনেক সাহায্য করেছে। শুধু আমি নয় গ্রুপের সব স্পিনারই তার কাছ থেকে সাহায্য পেয়েছে। তার সঙ্গে আবারও কাজ করতে পেরে দারুণ আনন্দিত আমি। তার সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, বোলিং নিয়েও, জীবন নিয়েও।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball