‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায় ক্রিকেটের জয় হয়েছে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
২১ ঘন্টা আগে
পুরো বিশ্বকাপে দাপট দেখালেও শিরোপা জেতা হয়নি ভারতের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খুইয়েছে রোহিত শর্মার দল। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায় ক্রিকেটের জয় হয়েছে। এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক।
কাগজে-কলমে এগিয়ে থাকলেও কৌশল আর বাস্তবায়নে ভারতকে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল বিশ্বকাপ জেতার পর মোহাম্মদ কাইফ মন্তব্য করেছিলেন যে, সেরা দল শিরোপা জেতেনি। যা নিয়ে এখনও বেশ আলোচনা হচ্ছে। প্রায় পাঁচদিন পেরিয়ে গেলেও বিশ্বকাপ নিয়ে এখনও আলোচনা শেষ হয়নি। এবার সেখানেই যেন যোগ দিলেন রাজ্জাক।

পাকিস্তানের জিও টিভির ‘হাসনা মানা হায়’ নামের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন দেশটির সাবেক এই ক্রিকেটার। রাজ্জাক মনে করেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতায় সেটা ক্রিকেটের সঙ্গে ন্যায্য হয়েছে। ভারতের বিপক্ষে উইকেট, কন্ডিশন সবকিছু নিয়ে বাড়তি সুবিধা নেয়ার অভিযোগ তুলেছেন তিনি।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমি যদি সৎ থাকি, তাহলে বলব, ক্রিকেট জিতেছে। তারা কন্ডিশনকে নিজেদের সুবিধামতো কাজে লাগিয়েছে। ভারত বিশ্বকাপ জিতলে সেটা হতো ক্রিকেটের জন্য হতাশার মুহূর্ত। ক্রিকেট নিশ্চিত করেছে, সে সেই দলকেই সাহায্য করে, যারা সাহসী ও মানসিক দিক থেকে শক্তিশালী।’
‘ভারত জিতলে আমার খুব খারাপ লাগত। পিচ ও আবহ ন্যায্য হওয়া উচিত ছিল, দুই দলের জন্য ভারসাম্যপূর্ণ হওয়া উচিত ছিল। ভারত ফাইনালেও সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। কোহলি যদি আরেকটি শতক করে ফেলত, ভারত হয়তো ম্যাচটি জিতেও যেতে পারত।’
রাজ্জাকের সঙ্গে সেই প্যানেলে ছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক এই পেসারও ভারতের বিপক্ষে উইকেট নিয়ে অভিযোগ করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট ফাইনালের উইকেটের মতো মনেই হয়নি তার কাছে।
আহমেদাবাদের উইকেট আমিরের কাছে অদ্ভুত লেগেছে। উইকেট নিয়ে আমির বলেন, ‘আহমেদাবাদের উইকেট দেখে মনে হয়নি এটি ফাইনালের উইকেট। এটি অদ্ভুত একটি উইকেট ছিল।’