promotional_ad

লম্বা সময় মাঠের বাইরে তাসকিন, ফের ইংল্যান্ড যাচ্ছেন ইবাদত

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত পাকিস্তানের কোচ

১ ঘন্টা আগে
তাসকিন আহমেদ (বামে), নাহিদ রানা (মাঝে) ও মুস্তাফিজুর রহমান (ডানে)

বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত এখনও পোড়াচ্ছে বাংলাদেশকে। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে গিয়ে মাত্র ২টি জয় নিয়ে দেশে ফেরে সাকিব আল হাসানের দল। তবে আসরটিতে টানা হারের ব্যর্থতার গল্পের সঙ্গে যুক???ত হয়েছে একাধিক ক্রিকেটারের ইনজুরি। ফলে লম্বা সময় মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের সার্ভিস পাবে না বাংলাদেশ। 


বিশ্বকাপ চলাকালীন অ্যালেন ডোনাল্ড ইঙ্গিত দিয়েছিলেন, ওয়ার্কলোড ম্যানেজ করতেই তাসকিনকে সব ম্যাচে নাও খেলাতে পারে টিম ম্যানেজম্যান্ট। শুরুর দিকের ম্যাচগুলোতে এই পেসার খেললেও মাঝে বেঞ্চে ছিলেন তিনি। তবে বিশ্বকাপের শেষদিকে এসে চোটে পড়েন তাসকিন।


তাই বিশ্বকাপের শেষ ম্যাচে তাসকিন গণমাধ্যমকে জানিয়ে দেন, ঘরের মাঠে টেস্ট সিরিজে বিশ্রাম নেবেন তিনি। কিন্তু শুধু দুই টেস্টেই নয়, আসন্ন নিউজিল্যান্ড সফরেও মাঠের বাইরে থাকবেন তিনি। বোলিং আর্মে সাইড স্ট্রেনের ইনজুরিতে থাকা এই পেসারের ক্যারিয়ারের কথা ভেবে এই ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



promotional_ad

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, লম্বা সময়ের জন্য বোলিং থেকে দূরে থাকার সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তাসকিন। ফলে চার সপ্তাহ বোলিং থেকে দূরে থাকবেন এই পেসার। বিসিবির লক্ষ্য বিপিএলের আগে এই পেসারকে ফিট করে তোলা।


দেবাশীষ বলেন, 'তাসকিনের কাঁধে বার বার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এই বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে তবে ওর ক্যারিয়ার বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বার বার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোন বিকল্প নেই।'


'মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। বলের গতির দিকেও একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা', যোগ করেন তিনি।


এদিকে এশিয়া কাপের আগে পাওয়া হাটুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আছেন ইবাদত হোসেন। যে জন্য লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচারও করান তিনি। বিশ্বকাপের মাঝে মিরপুরে এলেও আপাতত হাঁটাচলাই করছেন শুধু। তবে বিপিএলের আগেও তার ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই।



লম্বা সময়ের জন্য ছিটকে গেলেও চোটের অবস্থা বুঝতে ফের ইংল্যান্ড পাঠানো হচ্ছে ইবাদতকে। এই প্রসঙ্গে দেবাশীষ বলেন, 'ইবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চলল। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে।'


'অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে ইবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুই-একদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে', যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball