promotional_ad

চুক্তি নবায়ন করছেন না দ্রাবিড়, কোচ হচ্ছেন লক্ষ্মণ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

দুর্দান্ত ফর্ম নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে নেমেছিল ভারত। দারুণ শুরুও করেছিল তারা। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল রোহিত শর্মার দল। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেছে ভারতের।


বিশ্বকাপ হারানোর পর আরেকটি বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত। দেশটির প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। এরই মধ্যে তার প্রধান কোচের চুক্তির মেয়াদ শেষ হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে।



promotional_ad

দ্রাবিড় আর চুক্তি নবায়ন করতে চাইছেন না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন তারই এক সময়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজেও ভারতের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে ছিলেন তিনি।


২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসে ভারতের দায়িত্ব নেন দ্রাবিড়। এর আগে বেঙ্গালুরুতে থাকা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দ্রাবিড়ের অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে ভারত।


সেখানেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল তাদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালেও খেলেছে ভারত। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে তারা শিরোপার লড়াই থেকে ছিটকে গিয়েছিল। অবশ্য দ্রাবিড়ের অধীনেই এ বছর এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা।



ধারণা করা হচ্ছে রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন। এর আগেও দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ভারতের এই অভিজ্ঞ কোচ। তবে দ্রাবিড় দলটির কোন দায়িত্ব নিতে যাচ্ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball