চুক্তি নবায়ন করছেন না দ্রাবিড়, কোচ হচ্ছেন লক্ষ্মণ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
দুর্দান্ত ফর্ম নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে নেমেছিল ভারত। দারুণ শুরুও করেছিল তারা। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল রোহিত শর্মার দল। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেছে ভারতের।
বিশ্বকাপ হারানোর পর আরেকটি বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত। দেশটির প্রধান কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। এরই মধ্যে তার প্রধান কোচের চুক্তির মেয়াদ শেষ হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে।

দ্রাবিড় আর চুক্তি নবায়ন করতে চাইছেন না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন তারই এক সময়ের সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজেও ভারতের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে ছিলেন তিনি।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসে ভারতের দায়িত্ব নেন দ্রাবিড়। এর আগে বেঙ্গালুরুতে থাকা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দ্রাবিড়ের অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে ভারত।
সেখানেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল তাদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালেও খেলেছে ভারত। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে তারা শিরোপার লড়াই থেকে ছিটকে গিয়েছিল। অবশ্য দ্রাবিড়ের অধীনেই এ বছর এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা।
ধারণা করা হচ্ছে রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন। এর আগেও দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ভারতের এই অভিজ্ঞ কোচ। তবে দ্রাবিড় দলটির কোন দায়িত্ব নিতে যাচ্ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।