promotional_ad

প্রয়োজনের সময় পারফর্ম করতে হবে, কাইফকে ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি

২৯ জানুয়ারি ২৫
বিপিএলে খেলতে দেখা তাদের

দশ ম্যাচের দশটিতে জয়, সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত থেকে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। ফেভারিট হলেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খোওয়ানো মেনে নিতে পারছেন না মোহাম্মদ কাইফ। ভারতের সাবেক ক্রিকেটারের দাবি, সেরা দলের হাতে ট্রফি উঠেনি। কাইফের এমন মন্তব্যের জেরে ডেভিড ওয়ার্নার মনে করিয়ে দিয়েছেন, কাগজে-কলমে হিসেবে না করে মাঠে পারফর্ম করতে হয়।


বিশ্বকাপে মাঠে প্রায় নিখুঁত ক্রিকেট খেলেই ফাইনালে উঠেছিল ভারত। ব্যাটিংয়ে শুভমান গিল, রোহিত, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুলরা প্রতিপক্ষের বোলারদের রীতিমতো শাসন করেছেন। বোলিংয়ে ভারতের তুরুপের তাস মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহরা। ফলে ঘরের মাঠে ভারত চ্যাম্পিয়ন হবে এমনটা ভেবে রেখেছিলেন বেশিরভাগ মানুষ।



promotional_ad

আহমেদাবাদের ভরা গ্যালারিতে নিজেদের তৃতীয় শিরোপা জিততে ব্যর্থ হয়েছে ভারত। টানা ১০ জয়ের পর দলটি ফাইনালে অজিদের কাছে হেরে বসে তারা। দীর্ঘ একযুগের আক্ষেপের সময়টা আরও চার বছর বেড়েছে তাদের। তবে এমন পরাজয়ের পর মাঠেই কাইফ মন্তব্য করেন ফাইনাল হারলেও রোহিতরাই সেরা দল। তার মতে, বিশ্বকাপের সেরাদের হাতে উঠেনি।


ম্যাচ শেষে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে ভারতের সাবেক ক্রিকেটার কাইফ আক্ষেপের সুরে বলেন, ‘আমি এটা কোনও ভাবেই মেনে নিতে পারছি না যে বিশ্বকাপ সেরা দলের হাতে উঠেছে। আমার মতে কাগজে কলমে ভারতীয় দলই সেরা।’


ভারতের মতো বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে জিততে পারেনি তারা। এরপরই অবশ্য ঘুরে দাঁড়ায় প্যাট কামিন্সের দল। গ্রুপ পর্বে টানা সাত জয়ের পর সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারায় অজিরা।



ফাইনালে তো অপরাজেয় ভারতকে উড়িয়ে দিয়েছে তারা। তবুও অস্ট্রেলিয়াকে সেরা মানতে নারাজ কাইফ। ভারতের সাবেক এই ক্রিকেটারের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে কাইফের প্রতি শ্রদ্ধা রেখে জানিয়েছেন, প্রয়োজনের সময় মাঠে পারফর্ম করতে হবে।


ওয়ার্নার বলেন, ‘আমি এমকে (মোহাম্মদ কাইফ) পছন্দ করি। কিন্ত কাগজে যা আছে সেটা বিবেচ্য নয়। দিন শেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে পারফর্ম করতে হবে। এজন্য সবাই এটাকে ফাইনাল বলে। এটাই সেই দিন যেটা সবাই গণনা করে। আপনি যে কোনও উপায়ে সেটা নিতে চাইবেন, এটাই খেলা। ২০২৭ আমরা আসছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball