ভারতে হেরেই চলেছে বাংলাদেশের যুবারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ যুব দল
১১ মার্চ ২৫
ভারতে চার দলের সিরিজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে আহরার আমিনের দল। একমাত্র জয় এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে, প্রথম দেখায়। দ্বিতীয় দেখায় অবশ্য বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের টাইগার যুবারা হেরেছে ৭ উইকেটে।
জয়ের জন্য ১১৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রুদ্র মায়ুর প্যাটেল। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আরেক ওপেনার ভৈবব সূর্যবংশী। ইনিংসের তৃতীয় ওভারে রোহানাত দোল্লাহ বর্ষণের বলে আদিল বিন সিদ্দিকের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এদিন রানের খাতাই খুলতে পারেনি ভৈবব।

তিনে নামা ভি এস কার্তিক মানিকান্দনও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৫ বলে ৯ রান করা ভারতের এই ব্যাটারকে ফিরিয়েছেন মারুফ মৃধা। ২৮ রানে ২ উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে থাকেন রুদ্র। পাওয়ার প্লেতে আরও এক উইকেট হারায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।
এস এস ধাসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রাফি উজ্জামান রাফি। ধাস ফিরে গেছেন ১৫ বলে ১১ রান করে। এরপর পাঁচে নামা আন্স গোসাইকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন রুদ্র। ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণা করা এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ বলে ৮৯ রানের ইনিংস খেলে।
এর আগে ব্যাটিং করতে নেমে নিশান্থ এস, প্রেম এবং ধানুস গোওদার বোলিং তোপে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ২৩.৩ ওভার ব্যাটিং করে মাত্র ১১৬ রানে অল আউট হয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার আশিকুর রহমান শিবলি।
দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে শিহাব জেমসের ব্যাট থেকে। ১১৬ রানে অল আউট হওয়ার দিনে আশিকুর ও শিহাবের সঙ্গে দুই অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন রাফি। ভারতের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন ধানুস গোওদা। এ ছাড়া নিশান্থ চারটি এবং প্রেম নিয়েছেন একটি উইকেট।