promotional_ad

ট্রেডে পাডিকালকে দিয়ে আভেষকে নিলো রাজস্থান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ওপেনিংয়ে বাজিমাত করার পর দেবদূত পাডিকালকে মোটা অঙ্কের টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে যশস্বী জায়সাওয়াল এবং জস বাটলারের কারণে পাডিকালকে ওপেনিংয়ে জায়গা দিতে পারছে না দলটি। মিডল অর্ডারে সুযোগ হলেও ব্যাটিংয়ে নেমে দলের প্রত্যাশা মেটাতে পারছেন না বাঁহাতি এই ব্যাটার।


সবশেষ দুই মৌসুমে রাজস্থানের হয়ে খেললেও এবার তাকে ছেড়ে দিয়েছে তারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের জন্য ধরে রাখা এবং ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দেয়ার আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে ট্রেড করেছে রাজস্থান। যেখানে পাডিকালকে ছেড়ে লক্ষ্ণৌর পেসার আভেষ খানকে দলে নিয়েছে সাঞ্জু স্যামসনের দল।



promotional_ad

বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে ভারতের দলে রয়েছেন আভেষ খান। ২০২২ সালের মেগা নিলাম থেকে ১০ কোটি রুপিতে ডানহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তাদের হয়ে প্রথম আসরে আলো ছড়িয়েছিলেন তিনি। ২৪ উইকেট নিয়ে আভেষ ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তবে ২০২৩ মৌসুমে ভালো করতে পারেননি আভেষ।


লক্ষ্ণৌর হয়ে ৯ ম্যাচে মাত্র ৮ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। ৯.৭৫ ইকনোমি রেট এবং ৩৫.৩৭ গড়ে উইকেট নেয়া আভেষ নয় ম্যাচের মাত্র চারটিতে নিজের কোটার ৪ ওভার শেষ করেছিলেন। তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে রাজস্থানে খেলবেন আভেষ। এর আগে লক্ষ্ণৌর পাশাপাশি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।


এদিকে ২০২২ মেগা নিলামে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে পাডিকালকে দলে নিয়েছিল রাজস্থান। প্রথম আসরে ১৭ ম্যাচের সবকটিতেই খেলেছিলেন তিনি। পরের মৌসুমে খেলেছিলেন ১১টি। রাজস্থানের জার্সিতে সবমিলিয়ে ২৮ ম্যাচে ২৩.৫৯ গড়ে ৬৩৭ রান করেছেন পাডিকাল। এমন পারফরম্যান্সের পর লক্ষ্ণৌর সঙ্গে ট্রেড করেছে রাজস্থান।



আইপিএলের এবারের মৌসুমে এটি দ্বিতীয় ট্রেড। এর আগে লক্ষ্ণৌতে রোমারিও শেফার্ডকে ট্রেড করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী ২৬ নভেম্বর ছেড়ে দেয়া এবং রেখে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দেবে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরের নিলাম হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball