ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অনিশ্চিত হেড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী
১৮ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপের ক্ষত এখনও শুঁকায়নি ভারতের। এরই মধ্যে দলটি ঘরের মাঠে আরও একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে। যেখানে বিশ্বকাপে খেলা দুদলের বেশির ভাগ ক্রিকেটারই থাকবেন বিশ্রামে। তবে অজিদের হয়ে এই সিরিজে আছেন বিশ্বকাপের ফাইনালের নায়ক ট্রাভিস হেড। তবে প্রথম টি-টোয়েন্টিতে এই ওপেনারকে দলে না পাওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রাটা শুরু হয়েছিলো বেশ বাজে ভাবে। প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখে তারা। এদিকে আসর শুরুর আগে থেকেই আলোচনা চলছিলো বিশ্বকাপে প্রতিপক্ষের বোলারদের কতটা ভোগাবেন হেড। অথচ এমন ছন্দে থাকা ব্যাটারকে চোটের কারণে বিশ্বকাপের শুরু থেকেই পায়নি অজিরা। তবে চোট থেকে সেড়ে উঠেই প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন হেড।

বিশ্বকাপের মোট ছয় ম্যাচ খেলেন হেড। যেখানে ৫৪.৮৮ গড়ে করেছেন ৩২৯ রান। রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। এমনকি সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচসেরা পুরুস্কারও উঠেছিল তার হাতেই। ভারতের মাটিতে সেঞ্চুরি করে জয় ছিনিয়ে আনা হেড আবারও নামবেন ব্যাট হাতে। তবে আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কার বার্তা দিলেন তার সতীর্থরা।
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
অজি পেসার জশ হ্যাজেলউড গণমাধ্যমে শঙ্কার বার্তা দিয়ে বলেন, 'সে (হেড) এখনও সম্পূর্ণ ভাবে সেরে উঠেনি। যদিও এটা বলাটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি তাকে আগামীকাল খেলতে দেখার জন্য অপেক্ষা রয়েছি।'
চোট থেকে ফিরেই দলকে নিজের সর্বোচ্চটা দিয়েছেন হেড। দলকে বিশ্বকাপ জেতানোর পর এখন বেশ চাঙ্গাই আছেন এই ব্যাটার। তাই দলের অধিনায়ক মিচেল মার্শের মেতেছেন হেড বন্দনায়। বিশ্বকাপ জয়ে হেডের অবদানের কথা বলেছেন তিনি। তবে তার কাছে সিরিজের প্রথম ম্যাচে হেডের খেলাটা অলৌকিক মনে হচ্ছে।
মার্শ বলেন, 'আমি মনে করি বিশ্বকাপ জেতা তার (হেড) জন্যই। তারা (দল) এখন ভারত যাচ্ছে, তাই আগামী কয়েকদিনে কি হয় সেটা দেখার অপেক্ষায় আছি...তবে হ্যাঁ মাঠে উদযাপন করার জন্য হেডি সবার থেকে সেরা। আমি আসলো নিশ্চিত নই সে এই (প্রথম টি-টোয়েন্টি) ম্যাচটি খেলবে কিনা??? আমি কোচ কিংবা নির্বাচক নই, তবে সে যদি সেই ম্যাচটি খেলে সেটা হবে একটি অলৌকিক ঘটনা।'
আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তমে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর থ্রিবান্দামে দ্বিতীয় টি-টোয়েন্টি, ২৮ নভেম্বর গৌহাটিতে তৃতীয়, ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ এবং ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলবে দল দুটি।