promotional_ad

নাসুমের ৬ উইকেটে সিলেটের ২০১ রানের জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মিরপুরে বিদেশিদের বোলিং করতে ভালো লাগে নাসুমের

৩ ফেব্রুয়ারি ২৫
জেমস ভিন্সকে ফিরিয়ে নাসুম আহমেদের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

শেষ দিনে জয়ের জন্য রংপুর বিভাগের প্রয়োজন ছিল ২৭৭ রান, হাতে ছিল ৬ উইকেট। গতবারের চ্যাম্পিয়নরা এদিন তুলতে পেরেছিলেন মোটে ৭৫ রান। নাসুম আহমেদের স্পিন ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি রংপুরের ব্যাটাররা। ফলে নাসুমের ৬ উইকেটে রংপুরকে ২০১ রানে হারিয়েছে সিলেট বিভাগ।


আগের দিনের ৪ উইকেটে ১১০ রান নিয়ে খেলতে নামেন রংপুরের মাহমুদুল হাসান এবং তানবীর হায়দার। দিনের সপ্তম ওভারে সিলেটকে উইকেট এনে দেন নাসুম। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৩০ রান করা মাহমুদুল। দ্রুতগতিতে রান তুলতে থাকা তানবীরকে হাফ সেঞ্চুরি পেতে দেননি রেজাউর রহমান রাজা।



promotional_ad

ডানহাতি এই পেসারের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলা তানবীর। বোলিংয়ে এসে ৪১তম ওভারের প্রথম বলেই আরিফুল হককে প্যাভিলিয়নে পাঠিয়েছেন নাসুম। বাঁহাতি এই স্পিনারের বলে আউট হওয়া আরিফুলের ব্যাট থেকে এসেছে ২১ বলে ১০ রান।


আরো পড়ুন

জাতীয় লিগ টি-টোয়েন্টির আগে ফিটনেস টেস্টে পাস তামিম

৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

পরের বলে নিহাদ উজ জামানকে বোল্ড করেছেন নাসুম। তাতে করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় সিলেটের এই স্পিনারের। তবে নাসুমকে হ্যাটট্রিক করতে দেননি আব্দুল গাফফার সাকলাইন। শেষ দিকে মাত্র ৩৮ রান তুলতেই ৫ উইকেট হারায় রংপুর। ফলে ১৮৫ রানে গুটিয়ে যায় আকবর আলীর দল।


গতবারের চ্যাম্পিয়নরা এবার জাতীয় ক্রিকেট লিগ শেষ করল পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। রংপুরকে ধসিয়ে দেয়ার কাজটা একাই সেরেছেন নাসুম। প্রথম ইনিংসে এক উইকেট নেয়া বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট, খরচা করেছেন মাত্র ৩৩ রান।



প্রথম শ্রেণির ক্রিকেটে নবমবারের মতো ৫ বা তার চেয়ে বেশি উইকেট নিলেন নাসুম। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সিলেটের জয়ে অবদান রেখেছেন তিনি। প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে গুটিয়ে যাওয়া সিলেটের হয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে চারে নেমে খেলেছেন ৭১ রানের ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball