২০২৭ বিশ্বকাপে দেখা হবে: ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি
২৯ জানুয়ারি ২৫
পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়তে পারেন ২০২৪ বিশ্বকাপ খেলে। তবে ওয়ানডে থেকে কবে অবসর নেবেন তা এখনও নিশ্চিত করেননি বাঁহাতি এই ওপেনার। ২০২৩ বিশ্বকাপ জিতলেও এখনই ৫০ ওভারের ক্রিকেট ছাড়ছেন না ওয়ার্নার! এমনটা ইঙ্গিত দিয়ে ওয়ার্নার বলেছেন, '২০২৭ বিশ্বকাপে দেখা হবে'।
বিশ্বকাপে কেউ আসে প্রথমবার খেলতে আবার কেউ আসে শেষবার খেলতে। ২০২৩ বিশ্বকাপে শেষবার খেলতে এসেছিলেন কুইন্টন ডি কক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। সেই তালিকায় ছিল ওয়ার্নারের নামও। পারফরম্যান্সে এখনও অন্য সবার চেয়ে এগিয়ে থাকলেও বয়সের কারণে ২০২৭ বিশ্বকাপে খেলাটা তার জন্য একটু কঠিন।

২০২৭ বিশ্বকাপের সময় ওয়ার্নারের বয়স হবে ৪১ বছর। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া সেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা ওয়ার্নারের বেশ কম। এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন ওয়ার্নার। যেখানে ব্যাট হাতে বাঁহাতি এই ওপেনার করে??েন ১ হাজার ৫২৭ রান।
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
৫৬ গড়ে রান তোলা ওয়ার্নারের ৬ সেঞ্চুরির বিপরীতে রয়েছে পাঁচটি হাফ সেঞ্চুরি। ওয়ার্নারের তিন বিশ্বকাপের পারফরম্যান্স দেখিয়ে টুইটারে একটি পোস্ট করে ইএসপিন ক্রিকইনফো। যেখানে ক্যাপশন দেয়া হয়েছে, ‘দারুণ রেকর্ডে শেষ হলো ওয়ার্নারের বিশ্বকাপ ক্যারিয়ার।’ সেটি রিটুইট করে ওয়ার্নার লিখেছেন, ‘কে বলেছে আমি শেষ?’
অর্থাৎ ২০২৭ বিশ্বকাপে খেলতে চান ওয়ার্নার, এমন ইঙ্গিতই দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ছন্দে ছিলেন তিনি। ১১ ম্যাচে ৫৩৫ রান করেছেন ওয়ার্নার। দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। যদিও ফাইনালে ব্যাট হাতে রানের দেখা পাননি তিনি।
২০২৭ বিশ্বকাপে দেখা হবে এমন বার্তা দিয়ে ওয়ার্নার বলেন, ‘প্রথমত দারুণ একটি বিশ্বকাপ আয়োজন করায় ভারতকে ধন্যবাদ। তারা যে ধরনের প্রচেষ্টা দেখিয়েছে তা চোখে পড়ার মতো। বিশ্বকাপের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যারা পর্দার পেছনে কাজ করেছে যেমন মাঠকর্মী, ড্রেসিং রুমের মানুষ, শেফ, রান্নার সাথে জড়িত, নিরাপত্তী কর্মী, পুলিশ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের লোক এবং বিশেষ করে সমর্থকরা, তাদের ধন্যবাদ।’
‘আমরা যখন ঢুকেছি তখন বিমানবন্দরের রাস্তা অবরুদ্ধ ছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আপনার যারা ধৈর্য্য ধরেছেন তাদের প্রশংসা করতে হয়। আপনাদের ছাড়া আমরা যারা খেলাটি ভালোবাসি তারা খেলতে পারতাম না। আমি জানি ফলাফল পক্ষে যায়নি কিন্তু এটা দারুণ কয়েকটি সপ্তাহ ছিল। ষষ্ঠ বিশ্বকাপজয়ী হিসেবে এগিয়ে যেতে চাই। আমাদের পুরো দল গর্বিত হওয়া উচিত। আবারও সবাইকে ধন্যবাদ, ২০২৭ বিশ্বকাপে দেখা হবে।’