২০২৭ বিশ্বকাপের ফরম্যাট বদলাতে আইসিসিকে চাপ দিচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারের স্মৃতি এখনও পুরোনো হয়নি। টানা দশ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার স্মৃতি অনেকদিন পোড়াবে ভারতকে। একটি বিশ্বকাপ মাত্রই শেষ হলেও আগামী বিশ্বকাপ নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে।
২০২৭ বিশ্বকাপ নিয়ে বড় খবর প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম 'দ্য ডেইলি মেইল'। তারা এক রিপোর্টে জানিয়েছে আসন্ন এই বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তন করতে আবেদন করেছে ভারতীয় ব্রডকাস্টাররা। আগামী বিশ্বকাপ ১০ দলের পরিবর্তে ১৪ দল নিয়ে হওয়ার কথা রয়েছে।

এই বিশ্বকাপে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভারতের ডিজনি স্টার। এজন্য তাদের খরচা করতে হয়েছে ২.৪ বিলিয়ন পাউন্ড। এর আগে আট বছরের জন্য ১.৯ বিলিয়ন পাউন্ড খরচা করতে হয়েছিল ডিজনি স্টারকে। এবার সেই অঙ্ক প্রায় তিনভাগের এক ভাগ বেড়েছে।
'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন
৯ মার্চ ২৫
নতুন চুক্তির মেয়াদের মধ্যে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে তারা। তবে তাদের চাওয়ার বিশ্বকাপের দল কমিয়ে ১০ দলের মধ্যেই সীমাবদ্ধ রাখা হোক। কারণ ১৪ দলের খেলা হলে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি দল।
ফলে ভারত গ্রুপ পর্বে মাত্র ৬টি ম্যাচ পাবে। ডিজনি স্টারের বেশিরভাগ দর্শক যেহেতু ভারতের তাই তারা ভারতের বেশি বেশি ম্যাচ চায়। আর ভারত কোনো কারণে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেলে সম্প্রচারকারীদের বড় লোকশানের মধ্যে পড়তে হবে। এই আশঙ্কা থেকেই তারা বিশ্বকাপের ফরম্যাট বদলের আহ্বান জানিয়েছে।
অবশ্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বকাপের দল কমানো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। এরপর আগামী বছর এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে আইসিসি। এবারের বিশ্বকাপে রেকর্ড সংখ্যক দর্শক।