promotional_ad

পাকিস্তানের নতুন বোলিং কোচের দায়িত্বে গুল-আজমল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান দল। ব্যর্থ হয়ে দেশে ফেরার পরই দলটিতে আসছে নানান রকমের পরিবর্তন। এমনকি শাহিন আফ্রিদিদের বোলিং কোচ মর্নে মরকেলও নিজের চুক্তি বাড়াননি। সেই শূন্যস্থান পূরণ করতে পিসিবি এবার বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উমর গুল ও সাঈদ আজমলকে।


পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট ও ১৩০ ওয়ানডে খেলা গুল আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৪২৭ উইকেট। বোলিং কোচ হিসেবে এটাই তার প্রথম নয়। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর ২০২২ সালে আফগানিস্তান জাতীয় দলে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি।



promotional_ad

অবশ্য চলতি বছরে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন ৪১ বছর বয়সী গুল। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও ভারপ্রাপ্ত বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবার পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।


দায়িত্ব পেয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে গুল বলেন, 'আমি পাকিস্তান দলের বোলিং কোচ হতে পেরে বেশ আনন্দিত এবং আমি সম্মানিত বোধ করছি। পুরুষ দলের সঙ্গে এর আগেও আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সেই দক্ষতাকেই আমি কাজে লাগাবো। আর সেটা দিয়েই আমি পাকিস্তানের বোলিং দক্ষতাকে নতুন উচ্চতায় উন্নীত করার চেষ্টা করবো।'


এদিকে পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে আজমলকে। ওয়ানডের সাবেক ১ নম্বর বোলার নিজের ক্যারিয়ারে ২৫টি টেস্টে নিয়েছেন ১৭৮ টি ও ওয়ানডেতে নিয়েছেন ১৮৪ টি উইকেট। ২০১৭ সালে ৪৪৭ উইকেট নিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানেন তিনি। আজমল এর আগে ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচ হিসাবে কাজ করেছেন।



দায়িত্ব পেয়ে আজমল বলেন, 'পাকিস্তান জাতীয় দলের মধ্যে স্পিন বোলিং প্রতিভা বিকাশে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি আমার ক্যারিয়ার এবং কোচিং অভিজ্ঞতা দলের স্পিন বোলিং ইউনিটকে উন্নত করতে সাহায্য করবে।'


আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ দিয়েই নিজেদের দায়িত্ব শুরু করবেন গুল ও আজমল। এরপর ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball