অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’
৫৬ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালে হারের পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে ভারত। যদিও এবার আর ওয়ানডে নয়, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে দল দুটি। এ কারণে ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নেতৃত্বের দায়ভার পেয়েছেন সূর্যকুমার যাদব।
প্রথম তিন ম্যাচে ভারতের সহ–অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। সিরিজের সেই তিনটি ম্যাচে বিশ্রামে থাকলেও শেষ দুই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস আইয়ার।

একইসাথে শেষ দুটি ম্যাচে ভারতের সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্বকাপ দলের তিন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে। সূর্যকুমার ছাড়া বাকি দুজন হলেন ইশান কিশান এবং প্রসিধ কৃষ্ণা।
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
৮ মিনিট আগে
কিশান বিশ্বকাপে ম্যাচ খেললেও এবারের বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে স্কোয়াডে জায়গা করে নেয়া কৃষ্ণা একটি ম্যাচও খেলেননি। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন চোটের কারণে বিশ্বকাপ না খেলা অক্ষর প্যাটেল।
এদিকে গত আগস্টে আয়ারল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজ খেলা সাঞ্জু স্যামসন এবং শাহবাজ আহমেদকে এই সিরিজে রাখেনি ভারতের নির্বাচকেরা। বিশ্রামে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারতের টি–টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, ইয়াশভি জায়সাওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিভম দুবে, রবি বিষ্ণয়, আর্শদিপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার (শেষ দুই ম্যাচ)।