অনেকেই অস্ট্রেলিয়াকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন: ব্রেট লি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
১৭ ঘন্টা আগে
এবারের বিশ্বকাপে শুরুটা একেবারেই ভালো ছিল না অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচ হারার ফলে অনেকেই তাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া তাদের পুরোনো রঙ খুঁজে পেয়েছে এবং আত্মবিশ্বাসের সঙ্গে লড়াইয়ে ফিরে এসেছে।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি মনে করেন যেকোনো পরিস্থিতিতেই হাল না ছাড়াই অস্ট্রেলিয়ার সংস্কৃতি। কামিন্সরা সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই এবারের বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের পর এভাবেই তাদের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন লি।

তিনি বলেছেন, 'ভারত অবশ্যই ফেভারিট ছিল, শতভাগ ফেভারিট ছিল। কিন্তু এটা পুরোনো অজি মানসিকতা তারা কখনই হাল ছাড়ে না এবং তারা বড় টুর্নামেন্টে অনেক দূর যায়। এমন অনেকেই ছিল যারা অজিদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। ধীরে শুরু করার পর বলেছিল তাদের আর সুযোগ নেই।'
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
ফাইনালে ভারতকে আক্রমণাত্মক শুরু এনে দিয়েছিলেন রোহিত শর্মা। তবুও অস্ট্রেলিয়ার বোলাররা তাদের ওপর চড়াও হতে দেননি ভারতীয় ব্যাটারদের। নিয়মিত বিররিতে উইকেট নিয়ে ভারতকে আড়াইশর আগেই থামিয়েছিলেন। লি মনে করেন প্রথম বল থেকেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে অজিরা।
সাবেক এই পেস তারকার বিশ্বাস দৃঢ়তা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস দিয়ে যেকোনো কিছুকে পেছনে ফেলা যায়। সেই কথা খোলাসা করে লি বলেন, 'কিন্তু গতরাতে তারা আবারও প্রমাণ করেছে দৃঢ়তা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস দিয়ে যেকোনো কিছুকে পেছনে ফেলা যায়। তারা আসলে প্রথম বল থেকেই আধিপত্য বিস্তার করেছে।'
কোনো টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারের পর যেকোনো অধিনায়কই ক্ষুব্ধ হবেন। কিন্তু লির বিশ্বাস কামিন্স বেশ শান্ত ছিলেন। কারণ অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররাও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিশ্বকাপ জয়ের পেছনে বিশ্বাস আর প্রতিভার বড় ভূমিকা দেখছেন তিনি।
এ প্রসঙ্গে লি বলেন, 'আমার কাছে মনে হয় কামিন্স তার খেলোয়াড়দের স্বস্তি দিয়েছে কারণ তারা দুই ম্যাচের পর তারা খুব একটা ভালো অবস্থায় ছিল না। তারা হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বাস ও প্রতিভা দিয়ে তারা বিশ্বকাপ জিতেছে।'