বিশ্বকাপে খেলা ল্যাবুশেনের কাছে মিরাকল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানকে হারিয়ে লাহোরের দর্শকদের চুপ করাতে চান ল্যাবুশেন
২৮ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন না মার্নাস ল্যাবুশেন। তবে শেষ মুহূর্তে অ্যাস্টন অ্যাগারের ইনজুরিতে কপাল খুলে যায় ডানহাতি এই ব্যাটারের। ট্রাভিস হেডের ইনজুরি থাকায় বাড়তি একজন ব্যাটার নিয়ে বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনাতেই ল্যাবুশেনের ওপর ভরসা রাখে অজিরা।
অনিশ্চিত যাত্রা থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলে জায়গা পাওয়া স্বপ্নের মতো ছিল ল্যাবুশেনের কাছে। এই ঘটনাকে মিরাকল হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বিশ্বকাপ ফাইনালেও ল্যাবুশেনের বদলে মার্কাস স্টইনিসকে খেলানোর পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার কাছে।

অস্ট্রেলিয়ার ধারণা ছিল রাতের দিকে উইকেটে শিশির থাকবে। ফলে একজন বাড়তি পেসার খেলানো ছিল সময়ের দাবি। তবে স্টইনিসের হালকা চোট থাকায় একাদশে কোনো পরিবর্তন আসেনি। বিশ্বকাপ জেতার পর সেই স্মৃতি স্মরণ করে ল্যাবুশেন বলেছেন, 'গতকাল (শনিবার) রাতেও একাদশ ঘোষণা করা হয়নি দশটা পর্যন্ত। আমি ভেবেছি, কোচেরা মাঠে গিয়েছেন, শিশির থাকতে পারে। আমি বাদ পড়ে যেতে পারি।'
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
৩ মিনিট আগে
চতুর্থ উইকেটে হেডের সঙ্গে ১৯২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছেন ল্যাবুশেন। এই জুটির পথে ল্যাবুশেন ১১০ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন। দলে রাখার জন্য টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ল্যাবুশেন।
তিনি বলেন, 'আমি জানি, আপনারা জানেন আমি বিশ্বাসী মানুষ, ঈশ্বরে বিশ্বাস করি। যেভাবে সবকিছু ঘটলো, এটা অবিশ্বাস্য আমার কাছে। এটা শুধু চমৎকারই বলতে পারি। আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যত পরিমাণ সময় আমি ভেবেছি, আমি শেষ। এমনকি গতকাল রাতেও একাদশ ঘোষণা করা হয়নি দশটার সময় পর্যন্ত।'
'আমি ভেবেছি, কোচেরা মাঠে গিয়েছেন, শিশির থাকতে পারে, আমি বাদ পড়ে যেতে পারি। তো আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমাকে দলে রাখার জন্য। আমার কাছে আসলে বেশি শব্দ নেই ব্যাখা করার জন্য। তিন মাস আগে, সাউথ আফ্রিকায় পর্যন্ত ছিলাম না ওয়ানডে দলে, সেখান থেকে টানা ১৯ ম্যাচ খেলা, এটা সত্যিই মিরাকল আমি জানি না কীভাবে, জানতে পারবোও না। আমি সেটার জন্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে।'