promotional_ad

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কোহলির, উইকেট শামির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩

১২ মার্চ ২৫
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)

এবারের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। পুরো বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন ভারতের এই টপ অর্ডার ব্যাটার। সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় কোহলি ছাড়াও আছেন রোহিত শর্মা, কুইন্টন ডি কক, রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারদের তালিকায় আরও আছেন অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশাঙ্কা, জসপ্রীত বুমরাহ এবং জেরাল্ড কোয়েটজে।


কোহলি বিশ্বকাপ শেষ করেন ৭৬৫ রান নিয়ে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটিসহ মোট ১১ ইনিংসে ৯৫.৬২ গড়ে ও ৯০.৩১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ১১ ইনিংসের মধ্যে ৯ টিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন তিনি। সেমিফাইনাল ম্যাচটিসহ পুরো আসরে তিনটি সেঞ্চুরি করেন কোহলি। পাশাপাশি ছয়টি হাফ সেঞ্চুরিও আসে তার ব্যাটে। এর আগে বিশ্বকাপের কোনো আসরে সাতটির বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি আর কোনো ব্যাটার।



promotional_ad

হেরে যাওয়া ফাইনালে কোহলি করেন ৬৩ বলে ৪টি চারে ৫৪ রান। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলির দলের অধিনায়ক রোহিত। ফাইনালে ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলা রোহিত ১১ ম্যাচে করেন ৫৯৭। পুরো আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। মোট ৩১টি ছক্কা হাঁকান তিনি। সবচেয়ে চমকপ্রদ ছিল তার স্ট্রাইক রেট (১২৫.৯৪)। তার গড় ছিল ৫৪.২৭। সেমিফাইনালে বিদায় নেয়া ডি কক আছেন তালিকার তৃতীয় স্থানে।


আরো পড়ুন

‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

৫৬ মিনিট আগে
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

এই বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করা কক করেন ১০ ম্যাচে ৫৯৪। তার স্ট্রাইক রেট ১০৭.০২। গড় ৫৯.৪০। আসরে চারটি সেঞ্চুরি (সবচেয়ে বেশি) করলেও একটিও হাফ সেঞ্চুরি নেই তার নামের পাশে। পরের দুই স্থানে আছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটারের দখলে। ৫৭৮ রান নিয়ে চারে থাকা রাচিন রবীন্দ্রর পেছনে ৫৫২ রান নিয়ে আছেন ড্যারিল মিচেল।


সফল বোলারদের মধ্যে শীর্ষে থাকা শামি উইকেট নিয়েছেন ২৪টি। মাত্র সাতটি ম্যাচে এই কৃতিত্ব গড়েন ভারতের এই পেসার। সেরা বোলিং ফিগার ৫৭ রান খরচায় সাত উইকেট। গড় ১০.৭০। ইকোনমি রেট ৫.২৬। পুরো বিশ্বকাপে শামি পাঁচ উইকেট নেন তিনবার করে। চার উইকেট নেন একবার। তালিকায় তারপরই আছেন জাম্পা। অস্ট্রেলিয়াকে ফাইনালে ওঠানোর পেছনে বিশাল ভূমিকা রেখেছেন জাম্পা।



১১ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। অবশ্য একবারও পাঁচ উইকেট নেননি তিনি। চার উইকেট নেন তিনবার। সেরা বোলিং ফিগার আট রান খরচায় চার উইকেট। জাম্পার গড় ২২.৩৯, ইকোনমি রেট ৫.৩৬। তালিকায় তৃতীয় স্থানে থাকা মাদুশাঙ্কা নয়টি ম্যাচে ২১ উইকেট নেন। এর মধ্যে একবার করে পাঁচ ও চার উইকেট নেন তিনি। তালিকায় চতুর্থ স্থানে আছেন বুমরাহ। ভারতের এই পেসার ১১ ম্যাচে ২০ উইকেট নেন। এর মধ্যে একবারই চার উইকেট নেন। সেরা পাঁচের শেষ বোলার সাউথ আফ্রিকার কোয়েটজেও ২০ উইকেট নেন, তবে ম্যাচ খেলেন আটটি। তিনিও একবারই চার উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball