promotional_ad

পাকিস্তানের যুবাদের প্রধান কোচের দায়িত্বে ইউসুফ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি

১ ঘন্টা আগে
পাকিস্তানের টেস্ট জার্সিতে আমের জামাল

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর একের পর এক বদল চলছে পাকিস্তানের ক্রিকেটে। বিশ্বকাপ মিশন শেষেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন শাহীন শাহ আফ্রিদি আর টেস্টের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে শান মাসুদের কাঁধে।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্টেও এসেছে বড় পরিবর্তন। ডিরেক্টর অব ক্রিকেট পদে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। আর যুব দলের নির্বাচকের দায়িত্বে থাকছেন সোহেল তানভীর।



promotional_ad

এরই মধ্যে আরেকটি চমক নিয়ে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যুব দলের প্রধান কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে মোহাম্মদ ইউসুফকে। কদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে অভিজ্ঞ এই সাবেক ব্যাটারের হাতে যুবাদের দায়িত্ব তুলে দিয়েছে পাকিস্তান।


নতুন এই দায়িত্ব পেয়ে ইউসুফ বলেছেন, 'পিসিবি আমাকে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেওয়াতে আমি সম্মানিত বোধ করছি। আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। পাকিস্তানের হয়ে দীর্ঘদিন খেলেছি। অতীতেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছি আমি কোচিং স্টাফ হিসেবে। আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি পাকিস্তানের তরুণ প্রতিভা তৈরির চেষ্টা করব। পাকিস্তানকে বিশ্ব পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রদানের চেষ্টা করব।'


এর আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ইউসুফ। সেই সঙ্গে লাহোরে অবস্থিতি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর প্রধানের দায়িত্ব ছিল তার কাঁধে। এবার নতুন দায়িত্ব নিয়ে আবারও পাকিস্তানের ক্রিকেটে ফিরেছেন ইউসুফ।



পাকিস্তান যুব দলের কোচ হিসেবে ইউসুফের প্রথম চ্যালেঞ্জ ৮-১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া যুব এশিয়া কাপ। এরপর আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখেই যুবাদের তৈরি করা হবে ইউসুফের প্রধান লক্ষ্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball