ফাইনালে ১ লাখ ৩০ হাজার দর্শকের নিরাপত্তায় ৬ হাজার পুলিশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’
৩ ঘন্টা আগে
আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে মোট ছয় হাজার পুলিশ মোতায়েন করা হবে। স্টেডিয়ামের ১ লাখ ৩০ হাজার দর্শক এবং খেলোয়াড়দের নিরাপত্তা দেবে তারা। এমনটা নিশ্চিত করেছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক।
ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম রিচার্ড মারলেসের মতো ব্যক্তিত্বরা। তাদের নিরাপত্তার জন্য স্টেডিয়ামে অন্য স্তরের নিরাপত্তাকর্মীরাও বহাল থাকবেন।

মালিক বলেন, 'ফাইনালে কোনো প্রকার ঝামেলা যেন না হয় এটা নিশ্চিত করতে ছয় হাজারের বেশি পুলিশ থাকবে। এই ছয় হাজার পুলিশের মধ্যে তিন হাজার পুলিশ স্টেডিয়ামের ভেতরেই থাকবে।'
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
২ ঘন্টা আগে
'বাকিরা অন্যান্য জায়গায় পাহারায় থাকবে। এ ছাড়া হোটেল এবং অন্যান্য জায়গায়.. যেখানে ক্রিকেটাররা থাকবে সেখানেও পুলিশ থাকবে। পুরো ভেন্যু জুড়ে সাদা পোশাকের অনেক নিরাপত্তাকর্মীও নিরাপত্তা সুনিশ্চিত করবেন।'
দুই দেশের প্রধানমন্ত্রী ছাড়াও আহমেদাবাদের এই ফাইনালে প্রচুর ভিআইপি এবং ভিভিআইপি দর্শককে দেখা যাবে। ভারতের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ, ইউএস এম্বাসেডর এরিক গারসেট্টিসহ এখানে ভারতের প্রত্যেকটি প্রদেশের চিফ মিনিস্টাররা থাকবে।
এদের প্রত্যেককের নিরাপত্তা দেবে দায়িত্বে থাকা পুলিশ এবং সাদা পোশাকে থাকা নিরাপত্তাকর্মীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিভিন্ন বোর্ডের প্রধানদেরও দাওয়াত করা হয়েছে এবারের ফাইনালে।