ফাইনালে টস গুরুত্বপূর্ণ নয়: কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
এবারের বিশ্বকাপে অনেকগুলো ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টস। যদিও ফাইনালে টসের কোনো ভূমিকা দেখছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক উইকেট নিয়েও চিন্তিত নন। যেকোনো পরিস্থিতির জন্য দলকে তৈরি থাকতে বলছেন তিনি।
মুম্বাইতে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টস। এ ছাড়া আসরে আরও অনেক ম্যাচেই টস বড় রকমের ভূমিকা পালন করেছে। যদিও ফাইনালে তেমন কছু দেখছেন না কামিন্স।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এখানে টস গুরুত্বপূর্ণ নয়। যেমনটা মুম্বাইয়ের ক্ষেত্রে বা অন্য ভেন্যু সম্পর্কে বলা হয়। তাই তারা যা–ই আমাদের দিক না কেন, আমরা সবকিছুর জন্য তৈরি থাকব। দেখি এরপর কী হয়। কিন্তু নিশ্চিত করেই আমাদের কিছু পরিকল্পনা থাকবে।’
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
২ ঘন্টা আগে
শুধু টস নয়, উইকেট নিয়েও চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের আগে উইকেট পরিবর্তন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সেসব নিয়ে ভাবতেও নারাজ কামিন্স।
তিনি বলেন, ‘হ্যাঁ, একবার মাত্র তাকিয়েছি। আমি পিচ খুব বেশি ভালো বুঝি না। কিন্তু এটাকে ভালোই মনে হয়েছে। দেখলাম, তারা মাত্র পানি দিয়েছে। তাই আরও ২৪ ঘণ্টা সময় যাক, এরপর দেখা যাবে। কিন্তু এটাকে ভালো উইকেটই মনে হচ্ছে।’
‘নিশ্চিত করেই এটা দুই দলের জন্য একই। আপনার নিজের দেশে নিজেদের উইকেটে খেলার একটা সুবিধা অবশ্যই আছে। পুরো জীবনে এই একই উইকেটে খেলছেন। কিন্তু আমরাও এখানে অনেক ক্রিকেট খেলেছি। তাই দেখি, কী হয়।’