টেস্ট দলে নতুন মুখ মুরাদ, ফিরলেন নাইম-সোহান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন হাসান মুরাদ। দলে ফিরেছেন নাইম হাসান, নুরুল হাসান সোহানও।
টেস্ট দলে আছেন শাহাদাত হোসেন দিপু ও হাসান মাহমুদও। দুজনই টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে দলে ছিলেন হাসান মাহমুদ। তবে তার খেলার সুযোগ হয়নি।

এদিকে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট ও সহ-অধিনায়ক লিটন কুমার দাস ছুটি নেয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। ওয়ানডেতে নেতৃত্ব দিলেও টেস্টে এবারই প্রথম নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে।
টেস্টে বাংলাদেশের ১৩তম অধিনায়ক হতে চলেছেন তিনি। এদিকে হাসান মুরাজ গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন। ২০২১ সালে জাতীয় লিগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন তিনি।
এখনও পর্যন্ত ২৫টি ম্যাচ খেলে ৪৩ ইনিংসে ১২১ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ৫ উইকেটই নিয়েছেন ১১ বার। সাদা পোশাকে ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যান ১১৯ রানে ৮ উইকেট। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছে তাইজুল ইসলাম। একাদশে সুযোগ পেতে তার লড়াই করতে হবে নাইমের সঙ্গে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।