পাকিস্তান যুব দলের প্রধান নির্বাচক সোহেল তানভীর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) একের পর এক রদবদল চলছে। তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই পদত্যাগ করেছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদি ও টেস্টে শান মাসুদকে অধিনায়ক করা হয়েছে।
এ ছাড়া পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। এবার পাকিস্তান যুব দলেরও প্রধান নির্বাচক নিয়োগ দিল পিসিবি। এই দায়িত্ব তুলে দেয়া হয়েছে সাবেক পেসার সোহেল তানভীরের কাঁধে। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

কদিন পরই সংযুক্ত আরব আমিরাতে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে যাবে পাকিস্তান। এই টুর্নামেন্টের জন্য দল বেছে নেয়াই হবে তানভীরের প্রথম দায়িত্ব। এক বিবৃতিতে সাবেক এই পেসারকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে পিসিবি।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, '২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার সোহেল তানভীরকে জুনিয়র দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।'
তানভীরও পাকিস্তানের যুব দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। তিনি নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, 'জুনিয়র প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়াটা সম্মানের। আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।'
২০০৭ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তানভিরের। তিন ফরম্যাটের ক্রিকেটে খেললেও সীমিত ওভারের ক্রিকেটে বেশি কার্যকরী ছিলেন তানভীর। ২টি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টিতে মোট ১৩০টি উইকেট পেয়েছেন তানভীর।