ভারতের ১ লাখ ৩০ হাজার দর্শকদের চুপ করিয়ে দিতে চায় অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
ভারতের ম্যাচে মানেই গ্যালারি ভরা দর্শক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালেও দেখা যাবে এমন চিত্র। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য গলা ফাঁটাবেন প্রায় ১ লাক ৩০ হাজার দর্শক। ১৯ নভেম্বর ভারতকে আটকে দিয়ে সেই দর্শকদের চুপ করিয়ে দিতে চান প্যাট কামিন্স।
আহমেদাবাদের স্টেডিয়ামের বর্তমান ধারণ ক্ষমতা ১ লাখ ৩২ হাজার। বিশ্বকাপের ফাইনালে পুরো গ্যালারি যে কানায় কানায় ভরা থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। যেখানে আধিক্যতা দেখা যাবে ভারতীয় সমর্থকদের। পুরো গ্যালারি ছেঁয়ে যেতে পারে নীল জার্সিতে। নীল সমুদ্র হয়ে উঠার অপেক্ষায় আহমেদাবাদের গ্যালারি।

এবারের বিশ্বকাপে দুর্দান্তও খেলছে ভারত। এখন পর্যন্ত কোনো ম্যাচ না হেরে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। কামিন্স মনে করেন, অস্ট্রেলিয়া নিজেদের সেরাটা দিতে পারলে ভারতীয়দের তারা নাড়িয়ে দিতে পারেন। পুরো গ্যালারি দর্শক থাকাকে ভালোভাবেই দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
৪৫ মিনিট আগে
কামিন্স বলেন, ‘আমরা জানি, গ্যালারি একদম ঠাসা থাকবে। ১ লাখ ৩০ হাজার দর্শক ভারতকেই সমর্থন করবেন। ব্যাপারটা দারুণ। তারা এই টুর্নামেন্টে অসাধারণ খেলছে, এখনও অপরাজিত। তবে আমরা জানি, নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ওদেরকে ভালোই নাড়িয়ে দিতে পারব। গত কয়েক বছরে ওদের সঙ্গে আমরা নিয়মিতই খেলেছি এবং সাফল্য পেয়েছি। সব মিলিয়েই দারুণ একটি ফাইনালের আবহ গড়ে উঠছে।’
ব্যাটে-বলে দুর্দান্ত ভারত নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের উদ্দেশ্যে নামবে। সেখানে অস্ট্রেলিয়াকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের। শুধু কোহলি, রোহিত, জসপ্রিত বুমহরাহ কিংবা মোহাম্মদ শামিরাই নয়। অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রতিপক্ষের সমর্থকদের সামনে। তবে ভারতীয়দের চুপ করিয়ে দিতে চায় অস্ট্রেলিয়া।
কামিন্স বলেন, ‘আমার মনে হয়, এটাকে (দর্শকের চ্যালেঞ্জ) আলিঙ্গন করেই নিতে হবে। দর্শক সমর্থন অবশ্যই ভীষণরকমের একতরফা থাকবে। বিশাল সংখ্যক দর্শককে চুপ করিয়ে দিতে পারার চেয়ে তৃপ্তিদায়ক কিছু খেলাধুলায় আর নেই। আগামীকাল (রোববার) এটিই আমাদের লক্ষ্য।’