promotional_ad

ফাইনালে আম্পায়ারের দায়িত্বে ভারতের ‘আনলাকি’ কেটেলবোরো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

২ ঘন্টা আগে
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

রবিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের রোমাঞ্চ। ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালসদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও রিচার্ড ইলিংওর্থ। ভারতের জন্য আনলাকি হিসেবে বিবেচনা করা হয় কেটেলবোরোকে। কারণ তিনি নক আউটে ভারতের যেসব ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন এর প্রত্যেকটিতেই হেরেছে ভারত।



promotional_ad

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া সবকটি ম্যাচেই আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন কেটেলবোরো। এর মধ্যে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ সেমি ফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমি ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন এই ক্যাটেলবোরো।


আরো পড়ুন

‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

৩ ঘন্টা আগে
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

এরপর ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচেও দুর্ভাগ্য সঙ্গ হয়েছিল ভারতের। এর বাইরে ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হেরে যাওয়া দুটি ম্যাচেই থার্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবোরো।


ফাইনালের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। সেই সঙ্গে জোয়েল উইলস থার্ড আম্পায়ার ও ক্রিস গাফানি ফোর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া।



ফাইনাল শুরুর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জমকালো সমাপনি অনুষ্ঠানের আয়োজন করছে ভারত।এই ম্যাচে সুরিয়া কিরণের অধীনে ভারতীয় এয়ার ফোর্সের এয়ার শো আয়োজনের কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball