promotional_ad

৭০ ভাগ খেললেও ভারত বিশ্বকাপ জিতবে: ভন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন

২৮ ফেব্রুয়ারি ২৫
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর জস বাটলার, ফাইল ফটো

টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ভারত। এবারের বিশ্বকাপে একমাত্র দল হিসেবে এখনও অপরাজেয় রোহিত শর্মার দল। পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলেছে তারা। ফাইনালে নিজেদের ৭০ ভাগ খেলতে পারলেও তারা বিশ্বকাপ জিতবে বলে মনে করেন মাইকেল ভন।


এবারের বিশ্বকাপে প্রায় নিখুঁত ক্রিকেট খেলেই ফাইনালে উঠেছে ভারত। ব্যাটিংয়ে শুভমান গিল, রোহিত, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুলরা প্রতিপক্ষের বোলারদের রীতিমতো শাসন করছেন। বোলিংয়ে ভারতের তুরুপের তাস মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহরা। তবুও সমালোচনা যেন পিছু ছাড়ছে না তাদের।


প্রতিপক্ষ বিবেচনা করে ভেন্যু আর উইকেট বানানোর অভিযোগ ছিল আগে থেকেই। সেটির সঙ্গে সেমিফাইনালে যুক্ত হয়েছে উইকেট বদলানোর সমালোচনা। নিউজিল্যান্ড ম্যাচের আগে হুট করে সংবাদ মাধ্যমে খবর ছড়ায় নিজেদের সুবিধার্থে পুরনো পিচে খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। স্বাগতিকদের চাওয়ায় সায় দিয়েছে আইসিসি।



promotional_ad

সেমিফাইনালে উইকেট খুব বেশি প্রভাবক হিসেবে কাজ করেছে, দুই দলের খেলা দেখার পর এমনটা বলা একটু কঠিনই। তবুও নতুন পিচে না খেলায় সমালোচনায় বিদ্ধ হচ্ছে ভারত। ভন মনে করেন, ভারত এখন যে ধরনের ক্রিকেট খেলছে তাতে তাদের এসবের মাঝে না জড়ানোই ভালো। বিষয়টি ভালো লাগেনি বলে জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।


আরো পড়ুন

‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

৩ ঘন্টা আগে
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

টেলিগ্রাফে নিজের কলামে ভন লিখেছেন, ‘এই মুহূর্তে, ভারত কোন পিচে খেলবে তা বিবেচ্য নয়। আমার মনে হয় তারা এই বিশ্বকাপের অন্য দলগুলোর চেয়ে এতটাই ভালো যে তারা ৭০ ভাগ খেলতে পারলেও জিতবে। এমনকি তাদের প্রতিপক্ষ নিজেদের সেরা অবস্থায় থাকলেও।’


‘সেমিফাইনালের আগে পিচের বিষয়টি আমার ভালো লাগেনি। এমনটা ঘটতে দেয়া আইসিসির উচিত হয়নি। বিশ্বকাপের নক আউট ম্যাচ একেবারে তরতাজা উইকেটে হওয়া উচিত। একইভাবে, ভারতের এসবের মাঝে জড়ানোর প্রয়োজন নেই। তারা এমনিতেই দারুণ খেলছে, দুর্দান্ত দল।’


বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ভারতের প্রথম সারির পাঁচ ব্যাটার। রোহিত ৫৫০, গিল ৩৫০, কোহলি ৭১১, আইয়ার ৫২৬ এবং রাহুল করেছেন ৩৮৬ রান। এদিকে বোলিংয়ে ২৩ উইকেট নিয়ে সবার উপরে শামি। বুমরাহ ১৮, রবীন্দ্র জাদেজা ১৬ এবং কুলদীপ যাদব নিয়েছেন ১৫ উইকেট। ২০১১ বিশ্বকাপে ভারতের দারুণ বোলিং অ্যাটাক থাকলেও শামি, বুমরাহদেরই খানিকটা এগিয়ে রাখছেন ভন। সেই সঙ্গে এবার ভারত বিশ্বকাপ জিততে না পারলে অবাক হবেন তিনি।



তিনি বলেন, ‘তারা জিততে (বিশ্বকাপ) না পারলে আমি অবাক হবো। তাদের সেরা পাঁচের সবাই দারুণ ছন্দে আছে এবং তাদের দেশের সেরা বোলিং অ্যাটাক রয়েছে। ২০১১ সালে তাদের বোলিং অ্যাটাক ভালো ছিল কিন্তু এবারেরটা অন্যরকম কিছু। তাদের পাঁচজনের সবাই উইকেট নিচ্ছে। ওয়ানডে ক্রিকেটে সাধারণত কয়েকজন অ্যাটাকিং বোলার থাকে বাকিরা সহায়তা করে। শামি এবার দুর্দান্ত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball