ভারত ফেভারিট হলেও, অস্ট্রেলিয়ারও সুযোগ আছে: বেভ???ন
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে ভারত। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতকে নিশ্চিত ফেভারিট মানলেও অস্ট্রেলিয়াও চ্যাম্পিয়ন হওয়ার জোর দাবিদার বলেই মনে করেন সাবেক অজি ব্যাটার মাইকেল বেভান।
ফাইনালে জায়গা করে নেয়াকেই দুই দলের জন্য বড় অর্জন মনে করছেন তিনি। ভারতের টপ ও মিডল অর্ডার ব্যাটাররা দুর্দান্ত ফর্মে থাকলেও অস্ট্রেলিয়া দলেও অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন। ফলে তাদেরও হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে মনে করেন বেভান।

সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, 'বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয়া দারুণ অর্জন, এমনটা সবসময় হয় না। এমন দুটি দলকে আমরা ফাইনালে দেখছি যারা নিজেদের সেরা ফর্মে রয়েছে। অস্ট্রেলিয়ার অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে এবং তারা ম্যাচের যেকোনো মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে।'
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
২ ঘন্টা আগে
আহমেদাবাদের উইকেটে টসে জিতলে আগে ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন বেভান। বিশেষ করে অস্ট্রেলিয়ার ব্যাটাররা এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন। তাদের শুরুটা ভালো না হলেও অস্ট্রেলিয়া দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার প্রশংসা করেছেন বেভান।
তিনি বলেছেন, 'ভারত স্পষ্ট ফেভারিট। কিন্তু অস্ট্রেলিয়ার সামর্থ্য আছে ২০২৩ বিশ্বকাপ জয়ের। এখানে টসে জিতে আগে ব্যাটিং করতে হবে কারণ তারা (অস্ট্রেলিয়া) ব্যাটিংয়ের জন্য ভালো দল। শুরুটা কিছুটা ধীর গতির হলেও তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।'
নিউজিল্যান্ডকে শক্তিশালী প্রতিপক্ষ ধরা হলেও তারা ভারতের কাছে সেমি ফাইনালে ৭০ রানের ব্যবধানে হেরেছে তারা। অন্যদিকে সাউথ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে এসেছে অস্ট্রেলিয়া। তারা এবার ষষ্ঠ শিরোপার লড়াইয়ে নামবে।