ফাইনালে যেকোনো উইকেটে মানিয়ে নিতে প্রস্তুত অজি পেসাররা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
৫ ঘন্টা আগে
আবারও আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাঁচবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া দল। দলকে ফাইনালে ওঠাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলটির পেসাররা। ফাইনালেও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন অস্ট্রেলিয়ার পেসাররা। এ কারণে যেকোনো উইকেটে দ্রুত মানিয়ে নিতে চান তারা।
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। আসরে দশ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি। একইসঙ্গে এবারের আসরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার। তার আগে আছেন মোহাম্মদ শামি।

সেমিফাইনালে সাত উইকেট নেয়াসহ ভারতের এই পেসার ছয় ম্যাচে নিয়েছেন ২৩টি উইকেট। বিশ্বকাপের সেরা দশ উইকেটশিকারি বোলারের তালিকায় আরও দুই ভারতীয় থাকলেও নেই কোনো অস্ট্রেলিয়ান বোলার। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন অজি পেসাররা।
মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স নিয়েছেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন হ্যাজেলউড। ফাইনালের আগমুহূর্তে এমন পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে অজিদের মনে। আহমেদাবাদে অনুষ্ঠেয় ফাইনালে যেকোনো উইকেটে নিজেদের এমন পারফরম্যান্স বজায় রাখতে চান তারা।
দলটির পেসার হ্যাজেলউড বলেন, 'আমরা বেশ কিছু ম্যাচ একসঙ্গে খেলে ফেলেছি। ভারতের ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি। আমাদের বিপক্ষে ম্যাচটি ছাড়া তিন পেসার নিয়ে তারা বেশ কিছু ম্যাচ খেলেছে এবং তারা সবাই অসাধারণ পারফর্ম করেছে।'
'তাই আমরা জানি কীভাবে এটা (উইকেটে মানিয়ে নেয়া) করতে হবে। আমরা তাদের এটা করতে দেখেছি এবং আমরা লম্বা সময় ধরে এখানে আছি। তাই আমরা জানি এসব উইকেটে কীভাবে বোলিং করে যেতে হয়।'