বাভুমার কণ্ঠে দ্রুত উইকেট হারানোর আফসোস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন
১০ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে যাত্রা থেমেছে সাউথ আফ্রিকার। অসাধারণ খেলতে থাকা দলটি আরও একবার আটকে গেল সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন হারের কারণে যারপরনাই হতাশ টেম্বা বাভুমা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় দ্রুত উইকেট হারানোর আফসোস করেছেন তিনি।
ম্যাচটিতে প্রথম ওভারেই বাভুমা ফিরে যান। তিনি শূন্য করে ফিরে যাওয়ার পর তিন রান করে ফিরে যান কুইন্টন ডি ককও। দলীয় ২২ রানে এইডেন মার্করাম এবং ২৪ রানে র্যাসি ভ্যান ডার ডাসেনের উইকেট হারায় সাউথ আফ্রিকা।

শেষ পর্যন্ত দলটি করে ২১২ রান। যা তিন উইকেট এবং ১৬ বল হাতে রেখে অত্রিক্রম করে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে তাই ২৪ রানে চার উইকেট হারানোর আফসোসের কথাই শুনিয়েছেন বাভুমা।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
বাভুমা বলেন, 'এই মুহূর্তে কিছু বলা কঠিন। অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালের জন্য তাদের শুভকামনা। ম্যাচে বেশীরভাগ সময় ওরাই দুর্দান্ত ছিল এবং জয়টা ওদের প্রাপ্য ছিল। আমরাও লড়াই করেছি। (টপ অর্ডারে) আমরা দ্রুত উইকেট হারিয়েছি। এটাই ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়।'
প্রোটিয়াদের ইনিংস এগিয়ে যায় মূলত ডেভিড মিলারের সেঞ্চুরিতে। ১১৬ বলে আটটি চার ও পাঁচটি ছক্কায় ১০১ রান করেন মিলার। এ ছাড়া ৪৮ বলে ৪৭ রানের আরেকটি কার্যকরী ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। সাউথ আফ্রিকার টপ অর্ডার গুঁড়িয়ে দেয়া দুই অজি পেসার মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডকে কৃতিত্বও দেন তিনি।
বাভুমা আরও বলেন, 'কন্ডিশন অনুযায়ী ওরা যথেষ্ট ভালো বোলিং করেছে। তারা ছিল নির্মম। তারা এমনভাবে বোলিং করেছে যেন আমরা চাপে পড়ে যাই। ডেভিড মিলার করে দেখিয়েছে সে আসলে কি করতে পারে। ক্লাসেনও মোমেন্টাম পেতে সহায়তা করেছে।'