সেমি ফাইনালে ম্যাক্সওয়েলকে পেতে আশাবাদী কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি
২৮ ফেব্রুয়ারি ২৫
আফগানিস্তানের বিপক্ষে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকেই ডাবল সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেই ইনিংস খেলার পথেই মাংসপেশির চোটে পড়েছিলেন তিনি। এরপর তিনি খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে।
সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। যদিও অজি অধিনায়ক প্যাট কামিন্স প্রোটিয়াদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে তাকে পেতে আশাবাদী। তিনি জানিয়েছেন ম্যাচ খেলার প্রস্তুত আছেন এই অলরাউন্ডার। কিছুটা ব্যথা থাকলেও ম্যাক্সওয়েল দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই আশাবাদী হচ্ছেন কামিন্স।

ম্যাক্সওয়েলের শারীরিক অবস্থা জানিয়ে কামিন্স বলেন, ‘ম্যাক্সি (ম্যাক্সওয়েল) ভালো আছে, খেলার জন্য প্রস্তুত। এটা (স্ক্যান) সতর্কতা হিসেবে করা হয়েছিল। গতকালও সে ব্যথা অনুভব করেছে। কোনো সমস্যা আছে কি না, সেটা জানতেই স্ক্যান করানো হয়েছিল। কারণ, আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি, সেটা জানি। সৌভাগ্যজনকভাবে সে ফিট হয়ে উঠেছে।’
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
ম্যাক্সওয়েল না থাকলেও বাংলাদেশের বিপক্ষে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন মিচেল মার্শ। এই ইনিংসটি ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির চেয়ে অনেক আলাদা বলেই মনে করেন তিনি। কামিন্সের বিশ্বাস ম্যাক্সওয়েলের সেই ইনিংস দলগতভাবে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে।
তাদের এখন বিশ্বাস আছে অস্ট্রেলিয়া যেকোনো জায়গা থেকেই ম্যাচ জিততে পারে। সেই আত্মবিশ্বাস নিয়ে অজি অধিনায়ক বলেন, ‘অবশ্যই। আমি মনে করি, এটা যেকোনো মুহূর্তের (প্রেরণা)। সর্বশেষ ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) মিচেল মার্শের ১৭০ রানের আশপাশের ইনিংসটিও একই রকম। তবে ম্যাক্সওয়েলের ইনিংসটি আলাদা কিছু।'
এর কারণ ব্যাখ্যা করে কামিন্স যোগ করেন, 'কারণ, ম্যাচ যখন প্রায় মুঠো থেকে ফসকে গেছে, তখন আমাদের একজন দাঁড়িয়ে জয়ের রাস্তা বের করেছে। এতে দলের সামর্থ্য আরও বেড়েছে। কারণ, দলে ম্যাক্সওয়েলের মতো কেউ থাকলে যেকোনো জায়গা থেকে ম্যাচ জেতা যাবে—এই বিশ্বাস আরও দৃঢ় হয়। সে একজন মহাতারকা। যেকোনো অবস্থা থেকে ম্যাচ জেতাতে পারে। আমি খুশি যে সে আমাদের দলের খেলোয়াড়।’