promotional_ad

দল সেমিফাইনালে, নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স

২৫ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে প্যাট কামিন্স, ক্রিকেট অস্ট্রেলিয়া

গত বছরের সেপ্টেম্বরে অনেকটা আচমকা নিজের অধিনায়কত্ব ছেড়ে ওয়ানডে থেকে অবসর নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে নেতৃত্বের সংকটে পরে দলটি। এরপর নতুন অধিনায়ক বাছাইয়ের দৌড়ে ছিলেন বেশ কয়েকজন। তবে বিশ্বকাপ বিবেচনায় সবশেষে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকেই দেয়া হয় নেতৃত্বভার। দলকে সেমিফাইনালে তুলে নিজের অধিনায়কত্ব নিয়ে বেশ সন্তুষ্ট কামিন্স।


অধিনায়কত্ব পেয়েই দল নিয়ে একের পর এক সাফল্য ধরা দেয় কামিন্সের থলিতে। অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজটা খেলেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশদের হোয়াইটওয়াশ করে শুরুটাও ভালো হয়েছিলো কামিন্সের। এরপর ভারত সফরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় পায় অজিরা। এরপর সাউথ আফ্রিকা সিরিজে চোটের কারণে ছিলেন দলের বাইরে।



promotional_ad

অবশ্য বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ভারত সিরিজে ফেরেন কামিন্স। তবে দুই ম্যাচে হেরে বিশ্বকাপের সূচনাটা বেশ বাজেভাবেই হয়েছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নদের। তবে সেই ধাক্কা সামলে বেশ ভালোভাবেই ফিরেছে তারা। টানা ৭ জয়ে নিশ্চিত করেছে সেরা চারের লড়াই। ফলে এখন পর্যন্ত নিজের দায়িত্ব বেশ ভালোভাবেই করতে পেরেছেন বলে মনে করেন এই অজি অধিনায়ক।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

৬ ঘন্টা আগে
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

নিজের অধিনায়কত্ব নিয়ে কামিন্স বলেন, 'আমরা বেশ খোলামেলা আলোচনাই করেছি এটা নিয়ে। আমি এবং অ্যান্ড্রু (ম্যাকডোনাল্ডকোচ) এবং জর্জ (বেইলি, নির্বাচক) বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অগ্রাধিকার নয়ে আলোচনা করেছি। আমি মনে করি যে আমি সত্যিই ভালোভাবে (অধিনায়কত্ব) পালন হয়েছি এবং একটি সত্যিই। সত্য বলতে বছরের ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনি কোনও বিশ্রামই নিতে পারবেন না।'


এদিকে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই আপাতত নজর কামিন্সের। তবে সেটা যে শুধুমাত্র দল তৈরি করার জন্য, এমনটা নয়। বরং এই সংস্করণে নিজে কতটা কার্যকরী সেটাও দেখে নিতে চান তিনি। ফলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামেও নাম লেখাবেন এই পেসার।



নিজের লক্ষ্য নিয়ে কামিন্স বলেন, 'আমি সম্ভবত আগামী বছরের আইপিএলের নিলামে (নাম লেখাতে) যাচ্ছি। সেই (টি-টোয়েন্টি) বিশ্বকাপের আগে কিছু ম্যাচ খেলার জন্য। অবশ্য এটা শুধুমাত্র দল তৈরি করার জন্যই নয়, বরং টি-টোয়েন্টি আমি কেমন বোলিং করতে পারি সেটাও দেখার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball