প্রধান কোচকেও ছুটিতে পাঠাল অস্ট্রেলিয়া, দায়িত্বে বোরোভেচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
৫ ঘন্টা আগে
এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পরও অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত সূচি। বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। এই সিরিজে নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিশ্রামের কারণেই এই সিরিজে থাকছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তার পরিবর্তে এই সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন আন্দ্রে বোরোভেচ। অস্ট্রেলিয়ার সহকারী এই কোচ প্রথমবারের মতো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।

কদিন আগেই ভারত সফরের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এই দলে নেই নিয়মিত ৫ ক্রিকেটার। অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে ম্যাথু ওয়েডকে। এদিকে গত আগস্টে সাউথ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে ছিলেন ম্যাকডোনাল্ড।
‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’
৬ ঘন্টা আগে
অবশ্য সেই সফরে আরেক সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো প্রধান কোচের শূন্যস্থান পূরণ করেছিলেন। বিশ্রামের কারণে ভেনুতোকেও ভারত সফরে পাচ্ছে না অজিরা। এ কারণেই মূলত অস্ট্রেলিয়ার দায়িত্ব দেয়া হয়েছে বোরোভেচকে।
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ বোরোভেচের। ভিক্টোরিয়ান গ্রেড ক্রিকেটে গিলংয়ের হয়ে প্রায় ২৩ বছরে ৩৩০টি ম্যাচ খেলেছেন তিনি। এই দলটির হয়েই ক্লাব ক্রিকেটে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
২০২১ সালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় বোরোভেচকে। এরপর পাকিস্তান সফরেও দলের সঙ্গে ছিলেন অভিজ্ঞ এই কোচ। সে বছরের মে মাসে ম্যাকডোলান্ড অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব নিলে স্থায়ীভাবে তার সহকারীর দায়িত্ব পান বোরোভেচ।