promotional_ad

বাবর ৪ বছরেও কিছু শেখেনি: শহিদ আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি

৯ ঘন্টা আগে
পাকিস্তানের টেস্ট জার্সিতে আমের জামাল

লম্বা সময় ধরে পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে আছেন বাবর আজম। যদিও বৈশ্বিক আসরগুলোতে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি তিনি। তার অধিনায়কত্বে হতাশ শহিদ আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার মনে করেন, বাবর লম্বা সময় ধরে কিছুই শেখেননি।


বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্য দলগুলোর মতো মোট ৯টি ম্যাচ খেলেছে পাকিস্তান। দুই ম্যাচ জিতে আসর শুরু করলেও মোট পাঁচটি ম্যাচে হেরেছে বাবর আজমের দল। দেশে ফিরতে না ফিরতেই অবশ্য সাবেক ক্রিকেটার এবং সমালোচকদের রোষানলে পড়েছে দলটি।



promotional_ad

কেননা কমপক্ষে নয় ম্যাচ খেলে গ্রুপ পর্বে এর আগে এতগুলো ম্যাচে কখনোই হারেনি পাকিস্তান। এই হিসেবে এটাই দলটির সবচেয়ে বাজে বিশ্বকাপ। পাকিস্তানের এমন ব্যর্থতায় দায় এড়িয়ে যাওয়ার উপায় নেই বাবরেরও।


কেননা পুরো আসরে ব্যাট হাতে একেবারেই ফর্মে ছিলেন না পাকিস্তানের অধিনায়ক। এ ছাড়া নেতা হিসেবে গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্তও নিতে পারেননি বাবর। ইতোপূর্বে বিপদের সময় বাবরের পাশে থাকলেও এবার আর তার হয়ে সাফাই গাইছেন না পাকিস্তান ক্রিকেটের 'সিনিয়র' আফ্রিদি।


শহিদ আফ্রিদ বলেন, ‘আমি বাবরের ভক্ত। সে অনেক বড় ক্রিকেটার। আমার কাছে সে ছোট ভাইয়ের মতো। আমি চাইছিলাম বাবর যাতে সেরা অধিনায়কদের মাঝে থাকে। সে চার বছর ধরে অধিনায়ক, কখনো তার মাথায় তরবারি ধরা হয়নি। আমরা ভেবেছিলাম তিন-চার বছরে সে অনেক ভালোভাবেই সব শিখে নিজে দায়িত্ব নিতে শিখবে। কিন্তু এটা হয়নি।’



‘সে এই সময়ের ভেতর তেমন উন্নতি করতে পারেনি এবং নেতা হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারেনি। আমরা বিশ্বকাপে অনেক ভুল দেখেছি তার মাঝে। নেতার গুণই হচ্ছে সবাইকে একসঙ্গে নিয়ে আগানো। সে কখনো একজন কিংবা দুইজন যারা ভালো করছে তাদের নিয়ে আগাতে পারবে না। তার অন্তত ৮-৯ জন ভালো ক্রিকেটার দরকার যাদের সিদ্ধান্ত সে কাজে লাগাতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball