promotional_ad

বিশ্বকাপ সেমি ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ এখন রোমাঞ্চের অপেক্ষায় সেমি ফাইনাল ও ফাইনালের। আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। আসন্ন এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার রড টাকার এবং ইংল্যান্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ।


ইলিংওর্থ এই ম্যাচ দিয়েই ১০০তম ওয়ানডে ম্যাচে আম্পায়ারিংয়ের কীর্তি গড়বেন। এর আগে ২০১৯ বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনালেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও সেবার তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টাকার।


টাকার ওয়ানডে ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন ২০০৯ সাল থেকে। এবার বিশ্বকাপে সেমি ফাইনালে অভিজ্ঞ এই আম্পায়ারকেই দায়িত্ব বুঝিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এদিকে দ্বিতীয় সেমি ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড কেটেলবরো।


তার সঙ্গে আরেক আম্পায়ার হিসেবে থাকবেন ভারতীয় নীতিন মেনন। এদিকে এই বিশ্বকাপেই ১০০ ওয়ানডেতে আম্পায়ারিংয়ের রেকর্ড গড়েছেন কেটেলবরো। এবার সেই বিশ্বকাপেই সেমি ফাইনালে আম্পায়ারিংয়ের গুরু দায়িত্ব পড়েছে তার কাঁধে। 



promotional_ad

আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা করে আইসিসির আম্পায়ার ও রেফারিদের ম্যানেজার শন ইজি জানিয়েছেন তাদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত তারা। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করায় তাদের অভিনন্দন জানিয়েছেন ইজি।


তিনি বলেছেন, 'আমরা বিশ্বকাপের সেমিফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তারা এই মুহুর্তে বেশ ভালো পারফর্ম করেছে এবং আমি নকআউটে যারা আছে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি।'


আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা-


প্রথম সেমি ফাইনাল: ভারত বনাম নিউজিল্যান্ড, বুধবার, ১৫ নভেম্বর, মুম্বাই


ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ, রড টাকার
তৃতীয় আম্পায়ার: জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক
ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট



দ্বিতীয় সেমি ফাইনাল: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, কোলকাতা


ফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলবরো, নিতিন মেনন
তৃতীয় আম্পায়ার: ক্রিস গ্যাফানি
চতুর্থ আম্পায়ার: মাইকেল গফ
ম্যাচ রেফারি: জাভাগাল শ্রীনাথ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball