ভারতে বাংলাদেশের যুবাদের ৯ উইকেটের হার

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ যুব দল
১১ মার্চ ২৫
নামান তিওয়ারি ও মুশির খানের দারুণ বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। হতাশার ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা থামেন মাত্র ১৫৯ রানে। বোলাররা তেমন কোনো চ্যালেঞ্জ জানাতে না পারায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল জয় পেয়েছে ৯ উইকেটে।
জয়ের জন্য ১৬০ রান তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের দুই ওপেনার আদর্শ সিং এবং আরশিন কুলকারনি। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১৩৬ রান। স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙেন মাহফুজুর রহমান রাব্বি।
বাংলাদেশের এই স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন ৭৫ বলে ৬৭ রানের ইনিংস খেলা আদর্শ। এরপর তিনে নামা উদয় সাহারনকে সঙ্গে নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন আরশিন। তিনি অপরাজিত ছিলেন ৯৩ বলে ৭৭ রানের ইনিংস খেলে। তাকে সঙ্গ দেয়া উদয় করেন ১১ বলে ১৪ রান।

এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং জিসান আলমকে হারায় বাংলাদেশের যুবারা। খানিক বাদে সাজঘরের পথে হেঁটেছেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। ৩ রানে ৬ উইকেট হারানোর পর সফরকারীদের টেনে তোলার চেষ্টা করেন আহরার আমিন ও আরিফুল ইসলাম।
তারা দুজনে মিলে যোগ করেন ৫৯ রান। তাদের জুটি ভাঙেন আরশিন। ৩১ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক আহরার। এদিকে হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফিরেছেন আরিফুল। ৪৩ রান করা এই ব্যাটারকে ফেরান মুশির।
৫৩ বলে ৩২ রানের ইনিংস খেলা শিহাব জেমসকে ফেরান নামান। শেষ দিকে রোহানাত দৌল্লাহ বর্ষণের ১৮ এবং রাফি উজ জামান রাফির ১৪ রানের ইনিংস ১৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশের যুবারা। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের হয়ে নামান পাঁচটি এবং মুশির নিয়েছেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ১৫৯/১০ (৩৭.১ ওভার) (আরিফুল ৪৩, শিহাব জেমস ৩২, আহরার ২৩; নামান ৫/৩৩, মুশির ৩/২৫)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল- ১৬৩/১ (২৯.৪ ওভার) (আরশিন ৭৭*, আদর্শ ৬৭, উদয় ১৪*; মাহফুজুর ১/২৬)