এখনই ওয়ানডে থেকে অবসর নয়, জানালেন স্টার্ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার তিন ফরম্যাটের দলেরই অন্যতম সেরা ভরসার নাম মিচেল স্টার্ক। তিন ফরম্যাটেই দলের পেস আক্রমণের গুরুদায়িত্ব থাকে তার কাঁধেই। ধারণা করা হচ্ছিল এবারের বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন স্টার্ক। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এই অজি পেসার।
যদিও টেস্ট ক্রিকেটের আগেই রঙিন পোশাক তুলে রাখবেন বলে জানিয়েছেন স্টার্ক। তবে সেটা কবে নাগাদ হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এখনও পর্যন্ত ১১৯ ওয়ানডেতে ২৩.১৭ গড়ে ২৩০ উইকেট নিয়েছেন স্টার্ক। পরবর্তী বিশ্বকাপ হবে ২০২৭ সালে।

সেই সময় স্টার্কের বয়স হবে ৩৭। ফলে অস্ট্রেলিয়া তাকে ছাড়াই আগামী বিশ্বকাপের পরিকল্পনা সাজাবে। আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর সেপ্টেম্বরের আগে আর কোনো ওয়ানডে সিরিজ নেই অজিদের। সেখান থেকে সোজা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে অজিরা।
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
১০ ঘন্টা আগে
নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনায় স্টার্ক বলেন, 'আমি এরপরও খেলা চালিয়ে যেতে চাই, তবে আমি পরের বিশ্বকাপ খেলতে পারব কিনা এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমার পরিকল্পনায় নেই। ৪ বছর অনেক লম্বা সময়।'
স্টার্ক সব সময়ই রঙিন পোশাকের ক্রিকেটের চেয়ে চেয়ে সাদা পোশাকের ক্রিকেটকে গুরুত্ব দিয়েছেন। এখনও সেই ভাবনাতেই অটুট আছেন স্টার্ক। বুধবার অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। এই ম্যাচই ওয়ানডেতে তার শেষ ম্যাচ নয় বলে নিশ্চিত করেছেন স্টার্ক।
এই অজি পেসারের ভাষ্য, 'আমি সবসময় মেনে চলেছি যে টেস্ট ক্রিকেট সব সময় আমার পছন্দের শীর্ষে এবং টেস্ট ক্রিকেটের আগে আমি বাকি সব ছেড়ে দেব। সেমি-ফাইনাল আমার জন্য অস্ট্রেলিয়ার হয়ে আরেকটি ম্যাচ মাত্র। আমার জন্য ওয়ানডে ক্রিকেট এখানেই শেষ নয়।'