promotional_ad

সোহানের চোখ ২০২৭ বিশ্বকাপে, হতে চান বিশেষজ্ঞ ব্যাটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বাংলাদেশের এবারের বিশ্বকাপটি ছিল ব্যর্থতার মোড়কে ঢাকা। ৯ ম্যাচ খেলে টাইগাররা জয় পেয়েছে মাত্র ২টিতে। ফলে এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার তাগিদ দেশের ক্রিকেট মহলে। বাংলাদেশের অন্যতম প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটার ধরা হয় নুরুল হাসান সোহানকে। তিনিও সেই বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছেন।


বেশ কয়েকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ৫০ ওভারের কোনো বিশ্ব আসরে খেলার সুযোগ হয়নি তার। ২০২৭ বিশ্বকাপে সেই অপূর্ণতা ঘুচাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। এ কারণে নিজেকে এখন থেকেই তৈরি রাখছেন সোহান। বিশেষ করে নিজের প্রক্রিয়া মেনে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন তিনি।



promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, 'ওয়ানডে বিশ্বকাপ খেলা আমারও স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি বা তিনটি খেলেছি। ওয়ানডে বিশ্বকাপ খেলিনি। অবশ্যই আশা আছে নিজেকে যেন ওইভাবে গুছিয়ে নিতে পারি। ২০২৭ বিশ্বকাপে যেন থাকতে পারি, সেভাবে নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য যে প্রসেসটা মেইটেইন করা দরকার আমি সেই প্রক্রিয়াটা মেনে চলছি। নিজের যে কাজগুলো সেগুলো করার চেষ্টা করব যেন নিজের শতভাগ দিতে পারি।'


আরো পড়ুন

সোহানের সেঞ্চুরিতে জিতল ধানমন্ডি

৪ ঘন্টা আগে
ক্যারিয়ার সেরা ১৩২ রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি

বেশ কয়েক বছর ধরেই টি-টোয়েন্টিতে তাকে ফিনিশার বানানোর চেষ্টা করা হয়েছে। অনেকবার সফল হয়েছেন, ব্যর্থও হয়েছেন। তবে গত কিছুদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য সোহান। তিনি জানিয়েছেন স্লগার হওয়ার কোনো লক্ষ্য নেই তার। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই তিনি দলে জায়গা করে নিতে চান। অবশ্য দলের প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতেই খেলতে চান তিনি।


সোহানের ভাষ্য, 'আমি স্লগার হতে চাই না। আমি প্রোপার ব্যাটসম্যান হতে চাই। প্রপার ব্যাটসম্যানের মতোই ব্যাটিং করতে চাই। আমি ঘরোয়াতে যখন ব্যাটিং করি সময় নিয়ে ফিনিশ করা বা এটা একটা প্যাটার্নের মধ্যে থাকে (কি করতে হবে) । দলের প্রয়োজনে আসলে আমি যেকোনো পরিস্থিতিতেই খেলতে প্রস্তুত।'



'কিন্তু আমার মনে হয় না আমি নির্দিষ্ট কোনো জায়গার জন্য আমি বসে আছি, আমি এখন পুরোপুরি মুক্ত। একটা ব্যাটসম্যানের যেসব জায়গায় ব্যাটিং করা দরকার যে আত্মবিশ্বাসের দরকার, দলের জন্য যতটা অবদান দরকার, এই জিনিসটা আমি তৈরি করার চেষ্টা করছি। আমি একটা প্রক্রিয়ার মধ্যে আছি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball