promotional_ad

মজার ছলে নয়, পরিকল্পনা করেই ৯ বোলারের বোলিং

সংগৃহীত
promotional_ad
|| ডেস্ক রিপোর্ট ||
 
ঘরের মাঠে বিশ্বকাপের গ্রুপ পর্বে অদম্য স্বাগতিক ভারত। টানা ৮ জয় নিয়ে নেদারল্যান্ডের বিপক্ষে নেমেছিল নিয়ম রক্ষার শেষ ম্যাচে। এমন ম্যাচেও ছিলো না কোনও ক্রিকেটার বিশ্রামে। উল্টো ব্যাট আর বল হাতে ডাচদের নিয়ে ছেলে খেলা করলো তারা। এদিন ডাচদের ৪১০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা মিলে বোলিং করেছে ৯ ভারতীয় বোলার। অবশ্য ম্যাচ শেষে এমন কাণ্ডের কারণ জানিয়েছেন রোহিত শর্মা। 

চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটাররা ভাসছেন প্রশংসার জোয়ারে। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটিং লাইন আপ আসর জুড়ে হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলের বোলারদের জন্য। গতকালও ব্যতিক্রম ছিলো না রোহিতের দল। ডাচদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বোলারদের তুলোধুনা করে অগ্রাসি ব্যাটিং চালিয়ে যান ভারতীয় ব্যাটাররা, তোলেন ৪০৯ রান। 
 
এ দিন রোহিত, শুভমান গিল ও বিরাট কোহলি তিনজনই হাফ সেঞ্চুরির দেখে পেয়েছেন। সেঞ্চুরি করেছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। ব্যাট হাতে এই ব্যাটাররা আলোচনায় থাকবেন সেটাই স্বাভাবিক। তবে গতকাল এই তারকা ব্যাটাররা আলোচনায় ছিলেন অন্য কারণে। এদিন ডাচ ব্যাটারদের বল হাঁতে পরীক্ষা নিয়েছেন এই ব্যাটাররাও। এমনকি ম্যাচে রোহিত ও কোহলি একটি করে উইকেটও তুলেছেন। 
 
পুরো ম্যাচ জুড়ে ৯ ভারতীয় ক্রিকেটার বোলিং করেছেন। অবশ্য এটা কি শুধুই মজার ছলে ছিলো নাকি পরিকল্পনা সেটা পরিষ্কার করেছেন দলের অধিনায়ক রোহিত নিজেই। তিনি বলেন, 'যখন আপনার হাতে পাঁচ জন বোলারই থাকে, তখন আপনি দলের মধ্যে আরও বিকল্প তৈরি করতে চাইবেন। আমার মনে হয় এখন সেই বিকল্পটা আমাদের হাতে আছে। আজ আমাদের হাতে ৯টি বিকল্প ছিলো।'
 
এমনিতেই চলতি বিশ্বকাপে জসপ্রিত বুমরাহ, মোহাম্মাদ সামি ও মোহাম্মদ সিরাজকে নিয়ে ভয়ানক পেস ইউনিট তৈরি করেছে ভারত। যেখানে স্পিনার হিসেবে আছেন কুলদিব যাদব ও রবীন্দ্র জাদেজা। এমন বোলিং নিয়ে চিন্তামুক্ত থাকার কথা দলের অধিনায়কের। সেখানে দুর্দান্ত ছন্দে থাকায় বোলিং ইউনিট নিয়ে সেমিফাইনালের আগে বোলিং ইউনিট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন রোহিত। 
 
কারণ ব্যাখ্যা করে রোহিত বলেন, 'এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে এসব বিষয় (পরীক্ষা-নিরীক্ষা) করার সুযোগ ছিলো। দেখা যায় যখন প্রয়োজন ছিল না পেসাররা ওয়াইড ওয়ার্কার দিয়েছে। কিন্তু আমরা দল হিসেবে বোলিং ইউনিট নিয়ে কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেছি। দেখার জন্য যে, তাতে আমরা কি অর্জন করতে পারি।'


আরো পড়ুন

‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

১১ ঘন্টা আগে
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো


promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball